এজেন্সি
বাবা তাহের

বাবা তাহের

বাবা তাহের

বাবা তাহের ইরানের হামাদানে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম ও মৃত্যুর সঠিক তারিখ জানা যায়নি এবং তাঁর পরিবার, জীবিকার উপায়, তাঁর জ্ঞান অর্জনের উপায় এবং রহস্যময় প্রবণতা সম্পর্কে কোনো স্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। তাঁর সম্পর্কে আমাদের কাছে যা এসেছে তা তাঁর অতীন্দ্রিয় ও দরবেশ জীবন পদ্ধতি সংক্রান্ত তথ্যের মধ্যেই সীমাবদ্ধ। সাধারণত ধার্মিক জীবনযাপনকারী লোকদের জন্য দেওয়া একটি উপাধি ছিল ‘বাবা’ এবং জাগতিক আসক্তি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদেরকে ‘উরইয়ান’ (নগ্ন) বলা হতো।

 

বাবা তাহের হামেদানে বেনামে বসবাস করতেন এবং তিনি আমাদের কাছে প্রধানত তার মিষ্টি এবং মনোমুগ্ধকর কথোপকথনের জন্য পরিচিত। বাবা তাহেরের কথোপকথনগুলো বেশিরভাগই স্থানীয় উপভাষায় এবং অনেকগুলো লোরি শব্দ সেগুলোতে যুক্ত হয়েছে। বাবা তাহেরের কবিতা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

 

বাবা তাহের সর্বশক্তিমান স্রষ্টাকে,প্রকৃতিকে এবং মানুষকে ভালোবাসতেন। তিনি বারবার তাঁর কবিতায় ইরানের সুন্দর পর্বত,সমতল ও নদী,উত্তম আচরণ ও নৈতিকতার কথা বলেছেন এবং  সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করেছেন। তাঁর হৃদয়-উদ্দীপক শ্লোক ছাড়াও,বাবা তাহেরের লোরি উপভাষায় দুটি কবিতা এবং কয়েকটি গজল রয়েছে। তিনি আরবিতে সংক্ষিপ্ত বাণীর সংকলন এবং ‘সার আনজাম’ (চূড়ান্ত গন্তব্য) নামে একটি বইও রেখে গেছেন।

বাবা তাহের হামাদান শহরে হিজরি পঞ্চম শতাব্দী (খ্রিস্টিয় দ্বাদশ শতাব্দী)-র মাঝামাঝি আনুমানিক ৮৫ বছর বয়সে মারা যান। তাঁর সমাধি হামাদান শহরের উত্তর অংশে তাঁর নামে নামকরণকৃত একটি বড় চত্বরে অবস্থিত। খোররামাবাদ শহরে একটি বিল্ডিংও রয়েছে,যেটির নামকরণ করা হয়েছে বাবা তাহেরের নামে এবং কিছুসংখ্যক লোক এটিকে বাবা তাহেরের জন্মস্থান বলে মনে করে।

বাবা তাহের
সার আনজাম

:

:

:

: