ওমর খাইয়্যাম
ওমর খাইয়্যাম : ওমর খাইয়্যামের পুরো নাম গিয়াস উদ্দীন আবুল ফাতাহ ওমর ইবনে খৈয়্যাম নিশাপুরি। তাঁকে খাইয়্যামি, খাইয়্যাম নিশাপুরি ও খাইয়্যামী নিশাপুরি হিসেবেও আখ্যায়িত করা হয়। তিনি ১০৪৮ খ্রিস্টাব্দের ১৭ মে (আনুমানিক) ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য,বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ,দার্শনিক,গণিতজ্ঞ ও কবি হিসেবে চিরস্মরণীয় ওমর খাইয়্যামের জন্ম ও মৃত্যুর নির্দিষ্ট তারিখ কারও জানা নেই। বেশিরভাগ ইউরোপীয় লেখক বলেছেন,খাইয়্যামের মৃত্যু হয় ১১৩৮ খ্রিস্টাব্দে। কেউ কেউ বলেছেন ১১৪১ খ্রিস্টাব্দ। যাই হোক, ১০৪৮ থেকে ১১৪১ সাল পর্যন্ত দীর্ঘ জীবন পেয়েছিলেন ওমর খাইয়্যাম। তিনি মধ্যবয়সে ইমাম মুয়াফফাক নিশাপুরির কাছে ফিকাহশাস্ত্র অধ্যয়ন করেন। এ সময়ে তিনি হাদীস,তাফসীর,দর্শন ও জ্যোতির্বিজ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করেন। তিনি সরাসরি গ্রিক ভাষা থেকে দর্শনশাস্ত্র আয়ত্ত করেন বলে কথিত আছে।
খাইয়্যামের বেশ কিছু রচনা পাওয়া যায় যেগুলো মধ্যযুগে ল্যাটিন ভাষায় অনূদিত হয় এবং ইউরোপীয় বিদ্যোৎসমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়। তাঁর রচনাবলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মীযানুল হিকমত, লাওয়াযেমুল আমকানাত,নওরোযনামা,জাবার ও মোকাবিলা (অ্যালজেব্রা),রেসালা ফী শারহে মা আশকালা মিন মুসাদেরাতে ইকলিদুস,রিসালা মুশকিলাতুল হিসাব ইত্যাদি।
অ্যালজেব্রা সম্পর্কে তাঁর রেসালা এবং আরো কিছু পুস্তিকায় তিনি জ্যামিতির নানা জটিল সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এই রচনাটি তাঁর বিখ্যাত গাণিতিক রচনার একটি। প্রকৃতিবিজ্ঞানের ওপরও তাঁর প্রচুর লেখালেখি আছে। সুদীর্ঘ জীবনে তিনি আরবি ও ফারসি ভাষায় এসব রচনা করেন।
মুজতাহিদ ফারুকী
ওমর খাইয়্যাম | |
মীযানুল হিকমত, লাওয়াযেমুল আমকানাত,নওরোযনামা,জাবার ও মোকাবিলা (অ্যালজেব্রা),রেসালা ফী শারহে মা আশকালা মিন মুসাদেরাতে ইকলিদুস,রিসালা মুশকিলাতুল হিসাব |