এজেন্সি
গাফফারিয়ে গম্বুজ, মারাগেহ, পূর্ব আজারবাইজান

গাফফারিয়ে গম্বুজ, মারাগেহ, পূর্ব আজারবাইজান

গাফফারিয়ে গম্বুজ, মারাগেহ, পূর্ব আজারবাইজান

গাফফারিয়ে গম্বুজ : ১৩২৫ থেকে ১৩২৮ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এই স্থাপনাটি মারাগেহ শহরের উত্তর-পশ্চিমে সাফি চাই নদীর পাশে অবস্থিত। বর্গাকার আকৃতির এই বিল্ডিংটি পাথরের প্ল্যাটফর্ম এবং একটি গভীর সমাধির উপরে ইট দিয়ে তৈরি। এই স্থাপনার চার কোণে হীরার আকৃতির নকশার কয়েকটি কলাম রয়েছে। এর সামনের দিকে  ‘খান-এ বোজর্গ’ অংশটি উত্তরমুখী এবং নিচের খিলানের চওড়া অংশটি পূর্বমুখী। ভবনের প্রতিটি পাশে এবং এর পিছন দিকে দুটি খিলান এবং একটি খোদাই করা সীমানা রয়েছে। এই গম্বুজের সব লেখাই রায়হানি লিপিতে লেখা হয়েছে।

এই ভবনের টাইলসগুলো গাঢ় নীল ও আকাশি নীল রঙের। সাদা দেয়ালের উপর খোদাই করা লেখাগুলো কালো রঙের এবং সেগুলো ফিরোজা রঙের পাতা দিয়ে সজ্জিত। বড় বারান্দার কেন্দ্রীয় খিলানের উপরে তিন-লাইনবিশিষ্ট একটি শিলালিপি দেখা যায়। ভবনের দরজার উপরে একটি দুই লাইনের শিলালিপিও রয়েছে যার লেখা কালক্রমে ক্ষয়ে যাওয়ার কারণে বোঝা যায় না,তবে মনে হয় এতে সমাধির মালিকের নাম ও উপাধি রয়েছে।

গাফফারিয়ে গম্বুজ, মারাগেহ, পূর্ব আজারবাইজান
১৩২৫-১৩২৮ খ্রিস্টাব্দ

:

:

:

: