২০২০ সালের অক্টোবরে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হবার পর তেহরান আবারও আইনিভাবে বৈশ্বিক বাজারে অস্ত্র ক্রয়-বিক্রয় শুরু করতে পারছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতাই হচ্ছে তেহরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত পরমাণু চুক্তি সইয়ের পথে প্রধান বাধা।
ইরানের কোম প্রদেশে ১৫ শতকে গড়ে ওঠা ঐতিহাসিক বাজারটির সংস্কার করা হবে। প্রাচীন কাঠামোটি সংস্কারে খরচ হবে ৫০ বিলিয়ন রিয়াল (প্রায় ১ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার)।