এজেন্সি
mosque__img mosque__img

সাংগীত

Total records : 123
সোরনা বা সোরনে

সোরনা বা সোরনে হলো একটি প্রাচীন ইরানি কাঠের বাদ্যযন্ত্র যা ফু দিয়ে বাজাতে হয়।

নেই আনবান

যাঁরা সত্যিকার প্রকৃতি ও নির্মল পরিবেশের লোকসংগীত খুঁজছেন,তাঁদের জন্য নেই আনবান হলো সেরা ইরানি বাদ্যযন্ত্র।

চাং

চাং একটি খুব জনপ্রিয় পারস্য বাদ্যযন্ত্র এবং সাসানি যুগে অধিক ব্যবহৃত হতো।

নেই বা বাঁশি

বাঁশি হলো একটি কাঠের বা বাঁশের তৈরি ইরানি বাদ্যযন্ত্র যার মধ্যে বাতাস প্রবাহিত করার মাধ্যমে ধ্বনি সৃষ্টি করা হয়।

টনবাক বা টোমবাক

টনবাক বিা টোমবাক ইরানের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় বাদ্যযন্ত্রগুলোর একটি।

সেতার

সেতারের উৎপত্তি প্রাচীন পারস্যের প্রাচীন তানবুরে।

কানুন

কানুন একটি ট্র্যাপিজয়েডাল আকৃতির তারের বাদ্যযন্ত্রবিশেষ।

কামাঞ্চে

কামাঞ্চে একটি ইরানি যন্ত্র যা বেহালার মতো।

দফ

প্রাচীনকালে পুরানো পারস্য, এশিয়া ও উত্তর আফ্রিকার বিভিন্ন অংশে দফ বাজানো হতো।

ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন হল ইরানি সংস্থাগুলির মধ্যে একটি যেটি সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত; এবং 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[আরও]

:

:

:

: