এজেন্সি
mosque__img mosque__img

হস্তশিল্প

ইরানি ক্যালেন্ডারের ২০ খোরদাদ মোতবেক ১০ জুন বিশ্ব হস্তশিল্প দিবস

ভারত ও চীনের পর ইরান বিশ্বের তৃতীয় বৃহত্তম হস্তশিল্প উৎপাদনকারী দেশ।

ঘালামজানি

ঘালামজানি হলো তামা, পিতল, রুপা ও সোনার মতো বিভিন্ন ধাতুতে চমৎকার নকশা খোদাই করার শিল্প।

ঘালামকার, কাপড়ের উপর পেইন্টিং

ঘলামকার হলো এক ধরনের টেক্সটাইল মুদ্রণ যা প্যাটার্নযুক্ত কাঠের ছাপ দেওয়ার যন্ত্র ব্যবহার করে করা হয়ে থাকে।

কুবাচি মৃৎপাত্র

কুবাচি মৃৎপাত্র হলো ইরানি মৃৎশিল্পের একটি শৈলী।

মিনিয়েচার

পারসিয়ান মিনিয়েচার হলো ধর্মীয় বা পৌরাণিক নিদর্শনসহ একটি সমৃদ্ধ এবং সবিশেষ চিত্রকর্ম।

টাইলিং

টাইলিংকে ইরানি স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং বিশিষ্ট আলংকারিক উপাদান হিসাবে বিবেচনা করা হয়

ইরানি মৃৎশিল্প

সাধারণত আমরা মৃৎশিল্পকে ঐতিহ্যগত ইরানি হস্তশিল্পের একটি প্রধান শাখা হিসাবে বিবেচনা করতে পারি

ইসফাহানের ফিরুজেকুবি বা  ফিরোজা খচিত করা

ইরানের সবচেয়ে জনপ্রিয় হস্তশিল্পগুলোর মধ্যে একটি,যা একই সাথে আলংকারিক এবং মানানসই তা হলো ‘ফিরুজেকুবি’ বা ফিরোজা খচিত করা।

খাতামকারি

খাতামকারি হলো বিভিন্ন কাঠ এবং উপকরণ দিয়ে তৈরি ত্রিভুজ আকারে ছোট মোজাইক-সদৃশ ব্যহ্যাবরণ দিয়ে কাঠের পৃষ্ঠকে সাজানোর শিল্প।

:

:

:

: