এজেন্সি
আলি কাপু প্রাসাদ, ইসফাহান

আলি কাপু প্রাসাদ, ইসফাহান

আলি কাপু প্রাসাদ, ইসফাহান

আলি কাপু প্রাসাদটি আক্ষরিক অর্থেই ইরানি স্থাপত্যের অন্যতম নিদর্শন। বিল্ডিংটি ধাপে ধাপে তৈরি করা হয়েছিল। কমপ্যাক্ট কিউবিক প্রবেশদ্বার দিয়ে শুরু হয়েছে,তারপরে প্রবেশদ্বারের উপরে দুটি তলা যুক্ত করে উপরে একটি হল নির্মাণ করা হয়েছে। সর্ব উপরের হলটি হলো মিউজিক হল এবং এরপরে বিশাল পূর্ব বারান্দাটি স্কয়ারের দিকে মুখ করা। বারান্দাটি কাঠের ছাদকে সমর্থনকারী ১৮টি কাঠের কলাম দিয়ে সজ্জিত করা হয়েছে। শাহ আব্বাস সাফাভিতার অতিথিদের আপ্যায়ন করার জায়গা হিসাবে প্রাসাদটিকে ব্যবহার করেছিলেন। প্রতিটি রুমে জটিল এবং সুন্দর আলংকারিক ফর্মগুলো সত্যিই নজর কাড়ে।

আলি কাপু প্রাসাদ, ইসফাহান
সাফাভি শাসনামল
শাহ আব্বাস

:

:

:

: