এজেন্সি
ঈদে গাদীর

ঈদে গাদীর

ঈদে গাদীর

ঈদে গাদীর শিয়া মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। যিলহজ মাসের ১৮ তারিখে ইরানে খুব জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদ্‌যাপন করা হয়।

গাদিরের ঘটনা

দশম হিজরিতে বিদায় হজ থেকে মদীনায় প্রত্যাবর্তনের পথে মহানবী (সা.) মক্কার নিকটবর্তী ‘গাদীরে খুম’ নামক এলাকায় পৌঁছলে মহান আল্লাহ তাঁর ওপর সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতটি নাযিল করেন- হে রাসূল! আপনার ওপর আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন, যদি আপনি তা না করেন তাহলে আপনি তাঁর রেসালাতের কিছুই প্রচার করলেন না।

মহানবী (সা.) এ আয়াত নাযিলের পর ওই স্থানে যাত্রাবিরতি করেন। ঐতিহাসিক এই দিনটিতে ইসলামের নবী হযরত মুহাম্মাদ (সা.) হযরত আলী ইবনে আবি তালিব (আ.)-কে মুসলমানদের মাওলা বা অভিভাবক নিযুক্ত করেন। তিনি বলেন : ‘আমি যার মাওলা, এই আলী তার মাওলা।’ মহানবী (সা.) তিনবার এটি পুনরাবৃত্তি করেন এবং বলেন : ‘হে আল্লাহ! যে আলীকে ভালোবাসে তাকে তুমি ভালোবাস; যে তার শত্রু হয়, তুমি তার শত্রু হও এবং যে তাকে সাহায্য করে তুমি তাকে সাহায্য কর এবং যে তাকে পরিত্যাগ করে তুমি তাকে পরিত্যাগ কর।’

এরপর তিনি অনুপস্থিত ব্যক্তিদের কাছে এ ঘটনা পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সাহাবিদেরকে আদেশ দেন।

ইরানি শিয়া মুসলমানরা রোজা রাখা, দোয়া-দরুদ পাঠ করা, আত্মীয়-স্বজনদের সাথে দেখা করা এবং দরিদ্রদেরকে সাহায্য করাসহ বিভিন্ন রীতি-নীতি পালনের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করে।

ঈদে গাদীর

:

:

:

: