এজেন্সি
খারমান উৎসব

খারমান উৎসব

খারমান উৎসব

খারমান উৎসবটি ইরানের বিভিন্ন প্রদেশে পালিত হয়। বাংলাদেশের নবান্ন উৎসবের মতোই এটি হেমন্তের শুরুতে গ্রামাঞ্চলের কৃষকদের ঋতুভিত্তিক উৎসব হিসেবে পালিত হয়। কুর্দি জনগোষ্ঠী হেমন্ত শুরুর দিন খারমান উৎসব পালন করে থাকে। মহান প্রভুর প্রশংসা, একে অপরের বাড়িতে দাওয়াত খাওয়ার নিমিত্তে গমন, নৃত্য ও গান-বাজনার মাধ্যমে এটি পালিত হয় (আনাছেরি, ১৯৯৫: ৯৪-৯৫)। ফসল তোলার উৎসব হিসেবে আধ্যাত্মিক ভক্তির প্রতি অগাধ আস্থা ও নজরানা দেয়ার প্রচলন রয়েছে। অনেকে ধর্মীয় উৎসব হিসেবে জিয়ারত ও ভক্তি জ্ঞাপন করতে বিভিন্ন সমাধিতে গমন করেন। খারমান উৎসব গিল ও দেইলাম অঞ্চলেও পালিত হয়। উত্তরের কাস্পিয়ান হ্রদ তীরবর্তী গিলান প্রদেশে ফসলি জমি থেকে ফসল একেবারে মাটি সমান করে কেটে নেয়ার সময়ে পতাকা টাঙ্গিয়ে বুঝানো হয় যে, জমিটি পরবর্তী ফসল ফলাতেও প্রস্তুত। জমি থেকে এভাবে ফসল কেটে নেয়ার দিনে উৎসবটি খারমান উৎসবকে স্মরণ করার দিন। এই উৎসবের দিনে ঘাসকে তবারক হিসেবে পতাকা দিয়ে গায়ে মাখানো হয়। অতঃপর নিজেদের চতুষ্পদ প্রাণীগুলোকে খাওয়ানো হয়, যেন যাবতীয় বালা-মুছিববত ও মৃত্যু থেকে বেঁচে থাকতে পারে।

সূত্র: পারস্যের লোকজ সংস্কৃতি ও উৎসব, মুমিত আল রশিদ, নবান্ন প্রকাশনী

খারমান উৎসব

ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন হল ইরানি সংস্থাগুলির মধ্যে একটি যেটি সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত; এবং 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[আরও]

:

:

:

: