এজেন্সি
‘সিজদা বেদার’

‘সিজদা বেদার’

‘সিজদা বেদার’

ইরানের নাগরিকরা ‘সিজদা বেদার’ উৎসব পালন করে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে। এটি এক ঐতিহ্যবাহী উৎসব। পরিবারের সদস্যদের নিয়ে পার্ক, বনভূমি, পাহাড়ি উপত্যকায় বেড়াতে যাওয়া এবং দিন কয়েক সেখানে বেড়ানোর মধ্যে দিয়ে ‘সিজদা বেদার’ উৎসব পালন করেন তারা। তাদের সঙ্গে যোগ দেন প্রতিবেশী ও বন্ধুবান্ধব।

ইরানে ফারসি বছরের প্রথম মাস ফারভারদিনের ১৩তম দিনে এ উৎসবটি পালিত হয়ে থাকে। এ প্রাচীন উৎসবের মধ্যে দিয়ে তারা বিদায়ী বছরকে বিদায় জানায় নওরোজের ছুটিতে।

‘সিজদা বেদার’এ অনেকে পিকনিকে চলে যান। এ উৎসবে মাথা থেকে খারাপ চিন্তা দূর করে কল্যাণধর্মী কাজে আরো বেশি নিয়োজিত হওয়ার আকাঙ্ক্ষা ধারণ করার চেষ্টা থাকে সবার মাঝে। প্রকৃতির সৌন্দর্যে তারা সাড়া দেন। উৎসবের সময় খেলাধুলা, বিশেষ খাবারের আয়োজন, বসন্তকে বরণ করে নেওয়ার মত নানা আয়োজনে মেতে ওঠেন সবাই।

‘সিজদা বেদার’

:

:

:

: