এজেন্সি
পারভিন এ’তেসামি

পারভিন এ’তেসামি

পারভিন এ’তেসামি

রাখশানদে এ’তেসামি,যিনি পারভিন এতেসামি নামে পরিচিত,তিনি ১৯০৬ সালের ১৭ মার্চ তাররিয শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সমসাময়িক ইরানের অন্যতম বিখ্যাত কবি,যাঁকে ‘ইরানের সবচেয়ে বিখ্যাত মহিলা কবি’ বলে উল্লেখ করা হয়।  তাঁর বাবা ছিলেন সেই সময়ের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী,বক্তা ও অনুবাদক যাঁর কাছ থেকে তিনি ফারসি ও আরবি সাহিত্য শিখেছিলেন।

তিনি মাত্র ৭ বছর বয়সে বেশ কয়েকটি কবিতা রচনা করে কবিতায় তাঁর প্রতিভা দেখাতে শুরু করেছিলেন। পারভিন এ’তেসামির কবিতাগুলো বেশিরভাগই সামাজিক সমস্যা,নিপীড়ন,দারিদ্র্য ইত্যাদি বিষয়কে উপদেশ ও গল্পের আকারে,বিশেষ করে বিতর্কের আকারে উপস্থাপন করেছে।

পারভিন এ’তেসামির একমাত্র প্রকাশিত রচনাকর্ম হলো তাঁর ‘দিভান’,যেটিতে মসনভি,খণ্ড এবং গীতিকাব্য আকারে ৬০৬টি কবিতা রয়েছে। ২০০৪ সাল থেকে পারভিন এ’তেসামির নামে একটি চলচ্চিত্র উৎসবের  আয়োজন করা হচ্ছে যাতে নারীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। এছাড়াও,ইরানের সরকারি ক্যালেন্ডারে এই বিখ্যাত ইরানি কবির জন্মদিনটিকে ‘পারভিন এ’তেসামি স্মৃতি দিবস’ হিসাবে নামকরণ করা হয়েছে।

তাবরিযে পারভিনে এ’তেসামির বাড়িটি ইরানের জাতীয় স্মৃতিচিহ্নগুলোর মধ্যে একটি হিসাবে নিবন্ধিত হয়েছে এবং এটিকে পারভিন এ’তেসামি জাদুঘরে পরিণত করা হয়েছে,যেখানে তাঁর কিছু ব্যক্তিগত জিনিসপত্র এবং বই সংরক্ষিত আছে। পারভিন এ’তেসামি ১৯৪১ সালের ৫ এপ্রিল টাইফয়েডের কারণে মারা যান এবং তাঁকে কোম নগরীতে ইমাম রেযা (আ.)-এর বোন হযরত ফাতেমা মাসুমা (সা.)-এর মাজারে তাঁদের পারিবারিক সমাধিতে তাঁর পিতার পাশে সমাহিত করা হয়।

পারভিন এ’তেসামি
দিভান

:

:

:

: