• Nov 14 2023 - 14:57
  • 91
  • : Less than one minute

৭ অক্টোবর ইসরাইলের পতন ঘটেছে, এখন বেঁচে আছে আমেরিকার লাইফ সাপোর্টে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গত ৭ অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভেতরে যে সফল অভিযান চালিয়েছে তার মধ্যদিয়েই ইসরাইলের পতন ঘটেছে, এখন তারা বেঁচে আছে আমেরিকার লাইফ সাপোর্টে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গত ৭ অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভেতরে যে সফল অভিযান চালিয়েছে তার মধ্যদিয়েই ইসরাইলের পতন ঘটেছে, এখন তারা বেঁচে আছে আমেরিকার লাইফ সাপোর্টে।

রোববার শেষ বেলায় আমির আব্দুল্লাহিয়ান তার এক্স পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, বিশ্ববাসী গাজার বিরুদ্ধে আমেরিকার সর্বাত্মক যুদ্ধ দেখছে।

সম্প্রতি মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরির সঙ্গে নিজের ফোনালাপের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন, "আমি তাকে বলেছি এখন আমাদের পরীক্ষার দিন।"

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, আশা করা হচ্ছে মিশর কয়েক দিনের মধ্যে গাজার রাফা ক্রসিং খুলে দেবে যাতে অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ এবং ওষুধ পৌঁছানো যায়।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকার হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলের ভেতরে নজিরবিহীন সফল অভিযান চালায়। এরপর ইসরাইল প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের নামে গাজায় গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিষয়ে ইসরাইলের প্রতি আমেরিকা অকুন্ঠ সমর্থন দিয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: