• Feb 17 2025 - 09:48
  • 13
  • : Less than one minute

নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের: ইমাম খামেনেয়ী

khamenei.ir-এর পোস্টে বিভিন্ন ভাষায় ফিলিস্তিনের জনগণের মালিকানা সম্পর্কে ইসলামী বিপ্লবের নেতার একটি গুরুত্বপূর্ণ বাক্য প্রকাশ করেছে।

khamenei.ir-এর পোস্টে বিভিন্ন ভাষায় ফিলিস্তিনের জনগণের মালিকানা সম্পর্কে ইসলামী বিপ্লবের নেতার একটি গুরুত্বপূর্ণ বাক্য প্রকাশ করেছে।

পার্স টুডে জানিয়েছে, টুইটে ইমাম খামেনেয়ীর একটি বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে তিনি বলেছেন: "নদী থেকে সাগর পর্যন্ত পুরো ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনি জনগণের।"

সর্বোচ্চ নেতা এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে, ফিলিস্তিনি ভূখণ্ডের মালিকানা কেবলি ফিলিস্তিনিদের, অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারে না।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: