• Jul 1 2025 - 09:40
  • 1
  • : Less than one minute

ইসরাইলের শেষ মুহূর্তের হামলায় গোটা ‌পরিবারসহ নিহত হয় যে ইরানি বিজ্ঞানী

ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের এক নৃশংস ঘটনা।

ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের এক নৃশংস ঘটনা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে চালানো হয় ষড়যন্ত্রমূলক এই নৃশংসতা। ‌উত্তর ইরানে ইরানি পারমাণবিক বিজ্ঞানী সেদিঘি সাবেরকে পরিবারের ১২ সদস্যসহ হত্যা করে ইসরাইলি সরকার।

ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার গভীর রাতে ক্যাস্পিয়ান সাগরের কাছে অবস্থিত আস্তানে আশরাফি শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রেস টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে পরিবারের বয়স্ক সদস্য, মহিলা এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।ইরান এবং ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে এই জঘন্য হামলা চালানো হয়।

একটি পারিবারিক ছবিতে মানবিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ পেয়েছে, যেখানে ইরানি এই বিজ্ঞানীকে তার শহিদ আত্মীয়দের সাথে একই ফ্রেমে দেখা যাচ্ছে।

সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: