এজেন্সি
মানবতার কবি শেখ সা‘দী

মানবতার কবি শেখ সা‘দী

মানবতার কবি শেখ সা‘দী

ড. মুহাম্মদ ঈসা শাহেদী

দামেশকের জামে মসজিদে হযরত ইয়াহয়া আলাইহিস সালামের কবরের শিয়রে এতকাফে ছিলাম (শেখ সা‘দীর কথা)। ঘটনাচক্রে আরবের তামীম গোত্রের এক বাদশাহ, যে জুলুম ও স্বৈরাচারের জন্য কুখ্যাত ছিল, সেখানে যিয়ারত করতে আসে। সে সেখানে নামায আদায় করে। তারপর দোয়া করে আর নিজের অভাব অভিযোগের কথা জানিয়ে মোনাজাত করে। (সত্যিই)

‘ফকির ও ধনী এ দরবারের ভিখারি সবাই

যারা অধিক ধনী অধিক ভিখারি তারাই।’

এ সময় সে আমাকে বলল, ‘যেহেতু দরবেশদের মনোবল মজবুত এবং সততার ওপর তাদের জীবন চলে, সেহেতু আমার জন্য একটু দোয়া করবেন। কারণ, শক্ত একজন শত্রুর পক্ষ হতে পেরেশানিতে আছি।’ আমি তাকে বললাম, ‘আপনি দুর্বল প্রজাদের প্রতি দয়া দেখাবেন, তাহলে সবল দুশমনের ক্ষতি থেকে নিরাপদ থাকবেন।’

‘সবল বাহু আর শক্তিশালী হাতের পাঞ্জায়

নিরীহ দুর্বলের হাত ভাঙা বড় অন্যায়।

পতিতের প্রতি দয়া দেখায় না, সে কি ভয় পায় না

নিজে পতিত হলে কেউ যে এগিয়ে আসবে না?

মন্দের দানা বুনে যে দিন কাটে ভালোর আশায়

ভ্রান্ত চিন্তায় ঘুরপাক খায় বেভুল বাতিল কল্পনায়।

কানের তুলা বের করো, শোধ কর মানুষের প্রাপ্য

যদি আজ না দাও, সেদিন ফেরত দিবে অবশ্যই।

আদমসন্তান পরস্পরে এক দেহের অঙ্গ

সৃষ্টির উৎসে তাদের উপাদান যে অভিন্ন

কালের দুর্বিপাকে ব্যথিত হয় যদি একটি অঙ্গ

স্বস্তিতে থাকতে পারে না, বাকি অঙ্গ-প্রত্যঙ্গ

অন্যদের দুঃখ-কষ্টে তুমি যে নির্বিকার

তোমাকে মানুষ বলা অনুচিত, অবিচার।’ (গুলিস্তান, ১ম অধ্যায়, হেকায়াত নং ১০)

ফারসিসাহিত্যের কিংবদন্তি পুরুষ কবি শেখ সা‘দী তাঁর সাহিত্যকর্মের সর্বত্র মানবতার জয়গান গেয়েছেন। বর্ণনা শৈলীর চমৎকারিত্ব, ভাষার লালিত্য ও মাধুর্য এবং মানবীয় গুণাবলির উৎকর্ষ সাধনে তাঁর অবদান বিশ্বসভ্যতায় অবিস্মরণীয়। উপরিউক্ত বাণী দুর্বল মানুষের অধিকার আদায়ের যে চমৎকার আবেদন তিনি রেখেছেন তা অতুলনীয়। শেষ কয়েকটি পঙ্ক্তিতে তিনি ফুটিয়ে তুলেছেন মানবপ্রেমের এক বিশ্বজনীন আবেদন। সহজ সরল ভাষায় অতি সংক্ষেপে, কাব্যশৈলীর অসাধারণ নৈপুণ্যে ও যুক্তির মানদণ্ডে উপস্থাপিত মানবপ্রেমের এই আবেদন যেকোনো মানুষের অন্তর ছুঁয়ে যায়। মানুষের চিন্তাকে মুহূর্তে নিয়ে যায় আপন সৃষ্টিতত্ত্ব, সমজাত মানুষের প্রতি দায়িত্ব চেতনা, বিশেষ করে মানুষে মানুষে সাম্য ও সম্প্রীতির বিস্তৃত নিলীমায়।

আজকের দিনে কালো সাদা, ধর্ম, বংশ ও জাত-পাতের বিভিন্নতায় মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন। শেখ সা‘দী কবিতার অলঙ্কারে মানবজাতির সামনে যে সত্যটি উপস্থাপন করেছে, তা হলো সব মানুষ এক আদমের সন্তান, সৃষ্টির মূলে সবার অভিন্ন উপাদান। কাজেই তাদের মধ্যে সম্পর্ক হওয়া চাই একটি দেহের বিভিন্ন অঙ্গের অন্তর্গত সম্পর্কের মতো। দেহের কোনো অঙ্গে আঘাত হলে অন্য অঙ্গগুলো যেমন স্বস্তিতে থাকতে পারে না, তেমনি পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো আদমসন্তান ব্যথায় কাতর হলে কোনো মানুষ তার প্রতি সমব্যথী না হয়ে পারে না। এই দায়িত্ব যে ভুলে যায়, অন্যের দুঃখ-দুর্দশা দেখেও যে নির্বিকার থাকে, সে মানুষ নয়, শেখ সা‘দীর ভাষায় তাকে ‘মানুষ’ নামে আখ্যায়িত করা অন্যায়।

শেখ সা‘দীর এই বিশ্বজনীন বাণীতে সাহিত্যের অলঙ্কারে ইসলামের শাশ্বত শিক্ষাই প্রস্ফুটিত হয়েছে। কোরআন মজীদে ইরশাদ হয়েছে : ‘হে মানবমণ্ডলী! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে। আর আমি তোমাদেরকে পারস্পরিক পরিচয়ের সুবিধার্থে বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ে বিভক্ত করেছি। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো সে, যে তোমাদের মাঝে সবচেয়ে আল্লাহভীরু ও সংযমী।’ (সূরা হুজুরাত : আয়াত ১৩)

অনুরূপভাবে মহানবী (সা.)-এর বাণীতে উচ্চারিত একটি হাদিসের আবেদন বাঙ্ময় হয়েছে শেখ সা‘দীর এ রচনায়। আল্লাহর নবী বলেছেন, ‘তুমি মুমিনদেরকে পরস্পরের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সংবেদনশীলতায় দেখবে যে, তারা একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যখন ব্যথায় কাতর হয়, তখন অন্য অঙ্গগুলো জ্বর ও রাত্রি জাগরণের মাধ্যমে তার প্রতি সমবেদনা জানায়।’- বুখারী : ৫৬৬৫; মুসলিম : ২৫৮৬

মানবসমাজকে পরস্পর সৌহার্দ্রপূর্ণ ও শান্তিময় করার আদর্শ ও শিক্ষা শেখ সা‘দী কোরআন ও হাদিস থেকে চয়ন করে বিশ্বসাহিত্যে উপস্থাপন করেছেন। তিনি মানুষের চেতনার দুয়ারে করাঘাত করেছেন। চিন্তার পরিশুদ্ধির সূত্রে সুন্দর চরিত্র ও আচরণে আদর্শ সমাজ নির্মাণের উপাদান জোগান দিয়েছেন।

পারস্যের রাজধানী সিরাজের রাজ দরবারের কবি ছিলেন শেখ সা‘দী। তাঁর কবিনাম সা‘দী গ্রহণ করেন শিরাজের শাসক সাদ ইবনে আবু বকর ইবনে সাদ (৫৯৯-৬২৩ হিজরি) এর নাম অনুসারে। কিন্তু তখনকার দিনের সভাকবিদের মতো ক্ষমতাসীনদের তোষণ ও স্তুতিগানের সাহিত্যচর্চা তিনি করেন নি। তিনি পূর্ববর্তী রাজা-বাদশাহদের জীবনচিত্র তুলে ধরেছেন নানা কাহিনীর অবতারণা করে। তার মাধ্যমে বর্তমান শাসকশ্রেণিকে ভালো কাজে অনুপ্রাণিত করেছেন আর মন্দ কাজ হতে বিরত থাকার তাগিদ দিয়েছেন। তাঁর অমর দু‘টি গ্রন্থের একটির নাম ‘গুলিস্তান’, অপরটি ‘বূস্তান’। গুলিস্তান মানে ফুলের স্থান আর বুস্তান মানে সুবাসের স্থান। ‘গুলিস্তান’ এ যেসব কাহিনী দিয়ে তিনি মানবমনের চিরন্তন বাগানে ফুল ফুটিয়েছেন তা অনেকটা দৃশ্যমান। কিন্তু ‘বূস্তান’ এর ফুলগুলো দৃশ্যমান নয়, কাছে গেলে তার সুবাস মন-মস্তিষ্ককে বিমোহিত করে। ‘গুলিস্তান’ গদ্যের ফাঁকে ফাঁকে কবিতা দিয়ে রচিত। তবে গদ্যও এতই ছন্দময় যে, তার মতো রচনা অনেক কবি-সাহিত্যিক চেষ্টা করেও সৃষ্টি করতে পারেন নি। ‘বূস্তান’ সম্পূর্ণটাই কাব্য।

মানবসমাজকে সুপথে বা বিপথে পরিচালিত করার অন্যতম চালিকাশক্তি রাজা-বাদশাহরা। তাই তিনি আট বেহেশতের সংখ্যায় রচিত ‘গুলিস্তান’ এর আট অধ্যায়ের প্রথম অধ্যায়টি বরাদ্দ করেছেন রাজা-বাদশাহদের জীবনচরিত আলোচনায়। বর্তমান গণতন্ত্রের স্লোগানের যুগেও ক্ষমতাসীনদের সমালোচনা করার ঝুঁকি আমরা কমবেশি বুঝি। সে যুগের রাজা-বাদশাহদের সমালোচনা ও সংশোধনের অভিনব পদ্ধতি নিয়ে চিন্তা করলে শেখ সা‘দীকে একজন দূরদর্শী সমাজ সংস্কারক হিসেবে দেখা যায়। যাঁর লেখনির প্রভাব সভ্যতা ও সমাজকে পথ দেখাবে যুগ যুগ ধরে। শেখ সা‘দী বর্ণনা করেন :

খোরাসানের জনৈক বাদশাহ একবার সুলতান মাহমুদ সাবুকতাগীনকে স্বপ্নে দেখেন, তার গোটা দেহ খসে পড়েছে, মাটির সাথে মিশে একাকার হয়েছে। কিন্তু তার চোখ দুটি চোখের কোটরিতে তখনো ঘুরছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে। দরবারের জ্ঞানী-গুণিরা স্বপ্নের ব্যাখ্যা দিতে যখন অপারগ, এক দরবেশ যথানিয়মে সম্মান জানিয়ে এগিয়ে এলেন। বললেন, ‘তিনি এখনো চিন্তিত, কারণ, অন্যের হাতে তাঁর রাজত্ব।’

‘বহু খ্যাতিমান দাফন হয়েছেন নরম মাটির নিচে

যাদের অস্তিত্বের কোনো চিহ্ন নাই মাটির উপরে।

জরাজীর্ণ লাশ রাখা হয়েছিল মাটির কবরে পুঁতে

তাদের অস্থিমজ্জাও নিশ্চিহ্ন হয়েছে মাটির গ্রাসে।

সনামখ্যাত আনুশিরওয়াঁ অমর তাঁর সুনাম নিয়ে

যদিও বহুকাল চলে গেল, আনুশিরওয়ান গত হয়েছেন।

মানুষের কল্যাণে কিছু করে যাও, হায়াতের এই সুযোগে।

অমুক ব্যক্তি আর নাই, একদিন এই ঘোষণা আসার আগে।’ (গুলিস্তান, ১ম অধ্যায়, ২য় হেকায়াত)

সুলতান মাহমুদ ইতিহাসে সোমনাত বিজয়ী ও ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়া পত্তনকারী হিসেবে খ্যাত। তাঁর পুরো নাম আবুল কাসেম আমীন আদ্দৌলা। ৩৮৭ হিজরিতে খোরাসানের সিংহাসনে আরোহণ করেন এবং ৪২১ হিজরিতে ইন্তিকাল করেন। তাঁর দরবারে কবি-সাহিত্যিক ও জ্ঞানী প-িতদের বিশেষ কদর ছিল। তাঁর সফরসঙ্গী আলবিরুনীর লেখা কিতাব ‘মা লিল হিন্দ’ (ভারততত্ত্ব) ইতিহাসে বিখ্যাত। তাঁর পিতা নাসিরুদ্দীন সাবুকতাগীন ছিলেন তুর্কি বংশোদ্ভূত খোরাসানের বাদশাহ। পিতার নামের সাথে মিলিয়ে তাঁর নাম সুলতান মাহমুদ সাবুকতাগীন। আনুশিরওয়ান বা নওশিরওয়ান ইরানের প্রাচীন সাসানি যুগের বাদশাহ। তিনি ন্যায়বিচারক ও প্রজাবৎসল হিসেবে ফারসি সাহিত্যে বিশেষভাবে প্রশংসিত।

মানুষ যখন জগৎ ও জীবনের রহস্য হৃদয়ঙ্গম করতে পারে তখন নিজ থেকে সুপথগামী হয়। তার কথা ও কাজে মানবীয় সৌন্দর্যের ফুল ফুটে। শেখ সা‘দী তাঁর রচনার ভাঁজে ভাঁজে জীবন ও জগতের রহস্যের পানে মানুষের অন্তর্চক্ষু খুলে দিয়েছেন নানা উপমা উৎপ্রেক্ষায়। তিনি বলেন,

‘এ জগৎ হে ভাই! কারো জন্য থাকবে না স্থায়ী

অন্তর বাঁধ তাঁর সাথে, জগৎ সৃষ্টি করেছেন যিনি

দুনিয়ার রাজত্ব, সম্পদ, পদের ভরসা করো না, মিছে

তোমার মতো অনেককে সে লালন করে হত্যা করেছে

পূত প্রাণ যখন মনস্থ করে এ জগৎ ছেড়ে চলে যাওয়ার

তখতের পরে মরণ কিবা মাটির উপর, কি পার্থক্য তার।’ (গুলিস্তান, ১ম অধ্যায়, ১ম হেকায়াত)

যারা ক্ষমতার মোহে অন্ধ তাদের চক্ষু খুলে দিয়েছেন শেখ সা‘দী নানা উপাখ্যানের অবতারণা করে। যাতে ক্ষমতাসীনরা ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত মনে না করেন। এক রাজা ও দরবেশের সংলাপে তিনি বিষয়টির বিশ্লেষণ করেছেন মানবসভ্যতার সামনে। তিনি বলেন :

সংসার বিরাগী এক দরবেশ এক মরু অঞ্চলে বসা ছিলেন আপন ভুবনে। সে পথ দিয়ে যাচ্ছিলেন এক বাদশাহ। অল্পে তুষ্টির রাজত্বে দরবেশ ছিলেন প্রশান্ত চিত্তে, তাই তিনি মাথা তুললেন না, তাকিয়ে দেখলেন না বাদশাহর দিকে। রাজা-বাদশাহর প্রতাপের কাছে বড্ড বেমানান মনে হলো ব্যাপারটি। মনে কষ্ট পেয়ে তিনি বলে ফেললেন, ‘আলখেল্লা পরা এই গোষ্ঠীটা আসলেই জানোয়ারের মতো। মান-সম্মান, মনুষ্যত্ব এরা চেনে না।’ মন্ত্রী তখন কথা বললেন, ‘ওহে ভালো মানুষ! মহামান্য সুলতান তোমার পাশ দিয়ে চলে গেলেন, অথচ তুমি সম্মান দেখালে না? আদবের লেহায দেখালে না যে?’ দরবেশ বলল, ‘বাদশাহকে গিয়ে বলেন, সম্মান পাওয়ার আবদার যেন এমন কারো কাছে করেন, যে বাদশাহর কাছে কিছুর আশায় থাকে। আরেকটি কথা মনে রাখবেন, প্রজার যত্নের জন্যই রাজা। রাজাকে সম্মান করার জন্য প্রজা নয়।’

বাদশাহ হলেন অনাথ মানুষের প্রহরী

যদিও দয়া অনুগ্রহে পুষ্ট হয় তার সম্পদে

রাখালের খেদমতের জন্য নয় তো ভেড়া

বরং রাখালের কাজ ভেড়ার সেবাযত্ন করা।

একজনকে আজকে দেখছ সৌভাগ্যবান

আরেকজন কৃচ্ছ্র সাধনায় করে প্রাণপাত।

কয়েকটা দিন সবর কর, যেন খেয়ে যায়

কল্পনা বিলাসীর মস্তিষ্ক, কবরের মাটি।

বাদশাহ বা প্রজার ফারাক উঠে যাবে

যখন নিয়তির ফয়সালা উপস্থিত হবে।

কেউ যদি কবরের মাটি খুঁড়ে দেখে ভেতরে

চিনবে না কে ধনী, কে গরীব আলাদা করে।

দরবেশের কথাগুলো বাদশাহর বেশ ভালো লাগল। তিনি বললেন, ‘আমার কাছে কিছু চান।’ দরবেশ বললেন, ‘আমি চাই, আপনি যেন আর আমাকে বিরক্ত না করেন।’ বাদশাহ বললেন, ‘আমাকে উপদেশ দিন।’ দরবেশ বললেন,

‘বর্তমানকে মূল্যায়ন কর, এই যে নেয়ামত তোমার হাতে

এই নেয়ামত, রাজত্ব হাত বদলে যাবে অন্যের হাতে।’ (গুলিস্তান, ১ম অধ্যায়, ২৮ম হেকায়াত)

সংসার, সম্পদ, রাজত্ব, প্রতিপত্তি ক্ষণস্থায়ী, যেন কচুপাতার পানি। এসবের মোহ ত্যাগ করতে হবে। মনকে এসবের বাঁধন থেকে মুক্ত করতে হবে। ফারসি সাহিত্যের কিংবদন্তি পুরুষগণ এ কথাই বলেছেন নানাভাবে মানবজীবনকে সুন্দর ও সার্থক করার লক্ষে। তাতে মনে হতে পারে, দুনিয়ার প্রতি উদাসীন হয়ে ঘর সংসার ছেড়ে যাওয়ার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। কিন্তু শেখ সা‘দী বা ফারসি সাহিত্যের মহাপুরুষদের রচনার আবেদন তা নয়। তাঁরা দুনিয়ার ধন-সম্পদকে নয়, দুনিয়ার আর ধন-সম্পদের লোভ-মোহ ত্যাগ করতে বলেছেন। শেখ সা‘দী ‘বূস্তান’ এর এক অনবদ্য কাহিনীতে এই জীবনদর্শনটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এই কবিতার দু‘টি ছত্র খ্যাতির এমন শীর্ষে উঠে গেছে, যা গোটা ইসলামি জীবনবোধের প্রতিনিধিত্ব করছে। শেখ সা‘দী বলেন,

‘আগেকার দিনের বাদশাহদের কাহিনীতে আছে,

পারস্য-রাজ তাক্লা যখন বসলেন সিংহাসনে।

শান্তিতে জনগণ কারো ক্ষতি কেউ করে না দেশে,

সবাইকে ছাড়িয়ে অগ্রণি তিনি একা এই কীর্তিতে।

এক দরবেশের কাছে গিয়ে একদিন বললেন রাজা,

আমার এ জীবন কেটে গেল নিষ্ফল, অযথা।

আমি চাই নিমগ্ন হব ইবাদত-বন্দেগিতে একাগ্রভাবে,

জীবনের বাকি কয়দিন কাটে যেন সৎভাবে।

এই প্রতিপত্তি, রাজত্ব ও সিংহাসন যখন চলে যাবে

জগতের সম্পদ যাবে না সাথে, নিঃস্বই যেতে হবে।

আলোকিত-হৃদয় দরবেশ শুনে তাঁর কথা

তীব্র প্রতিক্রিয়ায় বললেন, থামো তাক্লা।

‘তরীকত বজুয খেদমতে খাল্ক নীস্ত

বে তসবীহ ও সাজ্জাদা ও দাল্ক নীস্ত’

সৃষ্টির সেবা ছাড়া তরীকত নয় অন্যথা

তসবীহ, জানামায ও নয় আলখেল্লা।

তুমি সমাসীন থাক তোমার রাজ সিংহাসনে

তবে পূত চরিত্রে সজ্জিত হও দরবেশি গুণে।

সততা, নিষ্ঠা ও একাগ্রতায় উদ্যোগী হও,

বড়বড় বুলি, আস্ফালন ছাড়, মুখ সামলাও।

তরিকত সাধনায় চেষ্টাই চাই, বুলি নয়,

সাধনা চেষ্টা, এখানে আস্ফালনের মূল্য নাই।

বুযুর্গগণ, যাঁরা সজ্জিত ছিলেন স্বচ্ছতার সম্পদে

এমনই উত্তরীয় ছিল তাঁদের আচকানের নিচে।’

(বূস্তান, ১ম অধ্যায়, হেকায়াত নং ৯)

মানবতার কবি শেখ সা‘দী
উল্লেখযোগ্য রচনা: গুলিস্তান, বূস্তান
TemplateOrganized

:

:

:

: