এজেন্সি
কাসর ইন্টারন্যাশনাল হোটেল, মাশহাদ

কাসর ইন্টারন্যাশনাল হোটেল, মাশহাদ

কাসর ইন্টারন্যাশনাল হোটেল, মাশহাদ

মাশহাদের কাসর ইন্টারন্যাশনাল হোটেল বা প্যালেস ইন্টারন্যাশনাল হোটেল মাশহাদ শহরের মাঝখানে সবচেয়ে সুন্দর রাস্তার উপরে ইমাম রেজা (আ.)-এর মাজার থেকে ৮০০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত।

শহরের প্রধান শপিং সেন্টারগুলোর কাছাকাছি সমস্ত সুযোগ-সুবিধা (রেস্তোরাঁ, থিয়েটার, দোকান ইত্যাদি) থাকার পাশাপাশি হোটেলটির বৈশিষ্ট্যগুলোও আকর্ষণীয়৷ প্যালেস ইন্টারন্যাশনাল হোটেলে ২১৯টি কক্ষ রয়েছে যাতে অনেকগুলো  স্যুট ও অ্যাপার্টমেন্ট রয়েছে এবং সেগুলোকে সর্বশেষ আন্তর্জাতিক মান অনুযায়ী ও সবচেয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে।

মাশহাদ ইন্টারন্যাশনাল হোটেলে একটি ট্র্যাভেল এজেন্সি রয়েছে এবং আন্তর্জাতিক মানের উপর ভিত্তি করে শহর ও শহরতলিতে ভ্রমণের সুবিধা,ক্যাফে,আবাসিক ডাক্তার, ট্যাক্সি পরিষেবা,বোর্ডিং, ইনডোর পার্কিং,ডেডিকেটেড ট্রাস্ট ফান্ড,সবচেয়ে উন্নত অডিও,ভিডিও,স্যাটেলাইট,আইপিটিভি সিস্টেম এবং অন্যান্য সুবিধা রয়েছে। অতিথিদেরকে ২৪ ঘণ্টাই এসব সেবা প্রদান করা হয়।

কাসর ইন্টারন্যাশনাল হোটেল, মাশহাদ

ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন হল ইরানি সংস্থাগুলির মধ্যে একটি যেটি সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত; এবং 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[আরও]

:

:

:

: