৩০০০ বন, আজারবাইজান
৩০০০ বন ইরানের সবচেয়ে সুন্দর ও নজরকাড়া প্রাকৃতিক অঞ্চলগুলোর মধ্যে একটি। ৩০০০ উপত্যকা আলমকুহ (আলম পর্বতের) চূড়ার পশ্চিম দিকে অবস্থিত একটি মনোরম ভূমি। তৃণভূমি,উঁচু বন, সমতল ভূমি এবং মনোরম আবহাওয়া, নদী,জলপ্রপাত ও ঝরনা থাকার কারণে এটি পর্যটনের অন্যতম সুন্দর এবং গুরুত্বপূর্ণ স্থান। সুদূর অতীতের মানুষের জীবনের কিছু চিহ্ন এই উপত্যকায় রয়ে গেছে। এছাড়াও, ২০০০ উপত্যকা হলো ইরানের উত্তরে একটি পর্যটন অঞ্চল যেখানে মাঝারি পার্বত্য জলবায়ুসহ মনোরম গ্রীষ্ম এবং আংশিক শীত পরিলক্ষিত হয়।
আলবোর্জ পবর্তমালার উত্তরের উচ্চভূমিতে এবং টোনেকাবনের দক্ষিণে ২০০০টি সবুজ উপত্যকা প্রাকৃতিক ও বিশেষ জলবায়ুর কারণে একটি বিরল জীবতাত্ত্বিক ও প্রাকৃতিক স্থান যা তৃণভূমি,বনাঞ্চল,চারণভূমি,হিমবাহ ও পর্বতের চূড়াগুলোকে নিজের মধ্যে ধারণ করে আছে।
জার্দ পর্বতের উচ্চভূমি এবং সিয়ালান চূড়া (টোনেকাবনের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ) এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ক্রীড়া আকর্ষণ স্থান।
৩০০০ বন, আজারবাইজান | |