এজেন্সি
চোঘা যানবিল

চোঘা যানবিল

চোঘা যানবিল

ঐতিহ্যবাহী স্থানটি দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে অবস্থিত। বর্তমানে এ স্থানে প্রাচীন বিশাল স্থাপনার ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়- যা ইউনেস্কো কর্তৃক সংরক্ষিত। সেসময় মেসোপোটেমিয়া অঞ্চলের বাইরে হাতে গোনা যে কয়েকটি প্রাচীন ও সুসংরক্ষিত বিশাল স্থাপত্য নিদর্শন ছিল সেগুলোর অন্যতম হলো এই চোঘা যানবিল। প্রত্নতাত্ত্বিক স্থানটি এলামাইট আমলের (খিস্ট্রপূর্ব ১৪০০ থেকে ১১০০) স্থাপত্য বিকাশের অনন্য দলিল। শহরটি কখনই পূর্ণাঙ্গভাবে নির্মাণ করা হয়নি। আসিরিয়ার সাম্রাজ্যের হাতে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কিছু মানুষ সেখানে বসবাস করত। এটি পোড়ামাটি এবং কাদামাটি দিয়ে নির্মিত হয়েছিল।

চোঘা যানবিল

:

:

:

: