পার্সিয়ান গার্ডেন
পার্সিয়ান গার্ডেন
পারস্যের ঐতিহ্যগত বাগান ডিজাইন ও স্টাইল ব্যবহারের কারণে পার্সিয়ান গার্ডেন অব ইরান বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি গড়ে ওঠেছে ইরানের বিভিন্ন অঞ্চলের অন্তর্ভুক্ত নয়টি বাগানের সমন্বয়ে। ভারতীয় বাগান ডিজাইন থেকে শুরু করে স্পেনের আন্দালুসিয়ার বাগান ডিজাইন দ্বারা অনুপ্রাণিত হয়ে এই বাগানের ডিজাইন তৈরি করা হয়।
প্রকৃতপক্ষে স্পেনের আলহামরার বাগানগুলোর সাথে পার্সিয়ান গার্ডেনের ব্যাপক সাদৃশ্য লক্ষ্য করা যায়। বাগানটি প্রাকৃতিক ও মানব উপাদানকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক নেটওয়ার্ক স্থাপনের বিখ্যাত দৃষ্টান্ত। অত্যাধুনিক সেচ ও অলঙ্করণ ব্যবস্থার কারণে এটি খ্যাতি লাভ করে।
পার্সিয়ান গার্ডেন | |