এজেন্সি
গাচসার টিউলিপ গার্ডেন,  আলবোর্জ

গাচসার টিউলিপ গার্ডেন, আলবোর্জ

গাচসার টিউলিপ গার্ডেন, আলবোর্জ

গাচসার টিউলিপ গার্ডেনটি গাচসার গ্রামের আগে চালুস যাওয়ার পথে অবস্থিত। গাচসার হলো আলবোর্জ প্রদেশের কারাজ কাউন্টির গ্রামীণ জেলা নেসা’র একটি গ্রাম। প্রতি বছর বসন্তকালে এই অঞ্চলটি পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের আগমন ঘটে। কারণ, এটি এমন এক সময় যখন বিভিন্ন প্রজাতির প্রচুর টিউলিপ প্রস্ফুটিত হতে দেখা যায়। রঙিন ফুলের মনোমুগ্ধকর দৃশ্য প্রতি বছর অনেক ইরানি এবং বিদেশী পর্যটককে আকৃষ্ট করে আসছে। টিউলিপগুলোর বিভিন্ন আকার-আকৃতিসহ অনেকগুলো প্রজাতি রয়েছে এবং বলা যেতে পারে যে বাদামি ছাড়া এগুলোর মধ্যে সব ধরনের রঙই দেখা যায়।

বাগানটি প্রায় এক হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। সমস্ত জায়গা টিউলিপে পরিপূর্ণ। এগুলোর মধ্যে ইরানি জাত এবং কিছু বিদেশী জাত অন্যগুলোর তুলনায় বেশি পাওয়া যায়। টিউলিপের যে প্রজাতিগুলো দেখা যায় সেগুলো হলো তারকা আকৃতির,ঝালরযুক্ত বা ঢেউখেলানো আকৃতির, দ্বৈত পাত্র আকৃতির,পানপাত্র আকৃতির,কাপ আকৃতির,একক কাপ আকৃতির ইত্যাদি। এক্ষেত্রে একটি আকর্ষণীয় বিষয় হলো পানীয় পাত্রের নামে টিউলিপগুলোর নামকরণ। টিউলিপ সবসময়ই ইরানি জনগণের মধ্যে জনপ্রিয় বলে বিবেচিত হয়েছে। অনেক কবিতা ও গানেও টিউলিপের উল্লেখ করা হয়েছে।

রঙিন ও স্বচ্ছ নীলাকাশযুক্ত ছবি তোলার জন্য তেহরানের অদূরে অবস্থিত সবচেয়ে ভালো স্থান হলো গাচসার টিউলিপ গার্ডেন। বাগানের কাছাকাছি ঐতিহ্যবাহী ও পুরানো কাপড়ের বুথও রয়েছে। আপনি সেখান থেকে কাপড় নিয়ে সেটি পরিধান করে ছবি তুলতে পারেন।

গাচসার টিউলিপ গার্ডেন, আলবোর্জ

:

:

:

: