আরমেনিয়ান মনাস্টিক এনসেম্বল অব ইরান
আরমেনিয়ান মনাস্টিক এনসেম্বল অব ইরান
ইরানের পশ্চিম আযারবাইজান ও পূর্ব আযারবাইজান প্রদেশে অবস্থিত ‘আরমেনিয়ান মনাস্টিক এনসেম্বল অব ইরান’। সপ্তম শতকের দিকে সন্ন্যাসী আশ্রমটি গড়ে ওঠে। ঐতিহাসিক এনসেম্বলটি আরমেনীয়দের সাংস্কৃতিক ঐতিহ্যের সর্বশেষ প্রামাণ্য সাক্ষ্য। অঞ্চলটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে আরেমনীয়রা বসবাস করে এসেছে। মূলত সেন্ট থাডেস, সেন্ট স্টেপানোস এবং চ্যাপেল অব যার্ডযার- এই তিনটি সন্ন্যাসী এনসেম্বল নিয়ে গড়ে ওঠে আরমেনিয়ান মনাস্টিক এনস্মেবল অব ইরান। সেন্ট থাডেসকে যীশু খ্রিস্টের প্রেরিত দূতের সমাধিস্থল বলে ধারণা করা হয়।
আরমেনিয়ান মনাস্টিক এনসেম্বল অব ইরান | |