এজেন্সি
পারসেপোলিশ

পারসেপোলিশ

পারসেপোলিশ

প্রাচীন বিশ্বের বৃহত্তম স্থাপত্য কমপ্লেক্স পারসেপোলিশ। এটি ইরানের শিরাজ প্রদেশের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। সাংস্কৃতিক স্থানটি বিশাল চুনাপাথরের প্লাটফর্মের ওপর নির্মিত। পারস্যের হাখামানশি সাম্রাজ্যের (খ্রিস্টপূর্ব ৫৫০ থেকে ৩৩০ অব্দ) প্রধান রাজকীয় বাসস্থান ও অনুষ্ঠান কেন্দ্র ছিল পারসেপোলিশ। পরবর্তীকালে খ্রিস্টপূর্ব ৩৩০ অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট স্থাপনাটি পুড়িয়ে ফেলেন এবং সেখানে লুটপাট চালান। সেসময় পূর্বভ‚মধ্যসাগর এবং মিশর থেকে শুরু করে সিন্ধু নদী পর্যন্ত অঞ্চল হাখামানশি সাম্রাজ্যের অধীনে ছিল। পারসেপোলিশ শহরের অবশিষ্ট অংশ সভ্যতার প্রমাণ হিসেবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। শহরের অংশে থাকা জনবসতি প্রমাণ বহন করে যে, তারাই প্রথম সংস্কৃতি যারা সাংস্কৃতিক বৈচিত্র্যকে মেনে নিয়েছে। এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করার উৎকৃষ্ট দৃষ্টান্ত।

পারসেপোলিশ

:

:

:

: