শাহর-ই সোখতেহ
ইরানের একটি হারানো রত্ন শাহর-ই সুখতেহ। ‘শাহর-ই সুখতেহ’ অর্থ হচ্ছে পোড়া শহর। প্রত্নতাত্ত্বিকরা শহুরে গঠন-বিন্যাস, জনসংখ্যা ও পরিকল্পনার দিক দিয়ে এই অঞ্চলটিকে বিশ্বের প্রথম শহর হিসেবে বিবেচনা করে থাকেন। ব্রোঞ্জযুগের এই প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক শহরটি অবস্থিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে। এই এলাকায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, এটিই হচ্ছে পূর্ব ইরানের প্রথম মানববসতি। ৫ হাজার বছরেরও আগে শহরটি গড়ে ওঠে।
যেটি এখন অন্যতম ঐতিহ্যবাহী স্থান। শাহর-ই সুখতেহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে জাহেদানের পথে জাবলের নিকটে অবস্থিত। খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দে প্রাচীন এই নগরটি নির্মাণ করা হয়। খ্রিস্টপূর্ব ৩২০০ থেকে 1800 অব্দের মধ্যে চারটি যুগে মানুষজন এখানে বসবাস করে বলে জানা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে সেখানকার বাসিন্দারা স্থানান্তরিত হতে বাধ্য হন।
শাহর-ই সোখতেহ | |