হাফেযিয়া, শিরাজ
হাফেযিয়া,অষ্টম শতাব্দীর ইরানি সনেট রচয়িতা হাফেজ শিরাজির সমাধি। এটি ইরানের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ স্থান। প্রথমে আবুল কাসেম গুরকানির (ফার্সের শাসক) মন্ত্রী শামসুদ্দিন মোহাম্মদ ইয়াগমাই হাফেযের কবরের উপর একটি গম্বুজ এবং এর সামনে একটি সরোবর তৈরি করেন যা ৮৬৫ হিজরিতে (১৪৫২ খ্রি.) রোকন আবাদের পানি দ্বারা পূর্ণ করা হয়। পরবর্তীকালে স্থাপনাটি মেরামত করা হয় এবং এতে কিছু অংশ যুক্ত করা হয়।
মোজাফ্ফারি যুগের এই স্মৃতিস্তম্ভটি রেযা পাহলভি এবং আলি আসগর হেকমতের অনুমোদনক্রমে প্রসিদ্ধ ফরাসি স্থপতি আন্দ্রে গডার্ডের নকশায় তৈরি করা হয়েছিল,যেখানে চারটি পাথরের স্তম্ভ জান্দ যুগের সাথে সম্পর্কিত। ১৩১৬ হিজরিতে এতে ১৬টি স্তম্ভ,৫৬ মিটার দৈর্ঘ্যের ২২টি কলামসহ একটি বড় বারান্দা, অঙ্কিত সজ্জা, প্লাস্টার ও টালির কাজ যুক্ত করা হয়। উত্তর ও দক্ষিণে দুটি প্রাঙ্গণ রয়েছে। এছাড়াও সমাধির প্রাঙ্গণে সুন্দর বাগান এবং আয়তাকার পুল রয়েছে।
হাফেযিয়া, শিরাজ | |