কান্দোভান গ্রাম, পূর্ব আজারবাইজান
কান্দোভান গ্রাম, পূর্ব আজারবাইজান
কান্দোভান হলো ওসকু কাউন্টির কেন্দ্রীয় জেলার একটি ঐতিহাসিক গ্রাম এবং এটি কান্দোভান নদীর উপত্যকায় অবস্থিত। গ্রামটি ওসকুর দক্ষিণ অংশ থেকে ২২ কি.মি. এবং তাবরিয থেকে ৬২ কি.মি. দূরে অবস্থিত।
এই গ্রামের শিলা স্থাপত্যের বাড়িগুলো সপ্তম হিজরি শতাব্দী বা চৌদ্দ খ্রিস্ট শতাব্দীতে নির্মিত হয়েছিল। গ্রামটি ৬০ মিটার উচ্চতার মোচাকৃতি ও পিরামিডাল আকৃতির পাহাড়ের উপর নির্মিত। শতাধিক আস্তাবল,শস্যাগার এবং গ্রাম্য থাকার ঘরের পাশাপাশি দুটি পাথরের স্তম্ভসহ দুটি মসজিদের অস্তিত্বও এই মোচাকৃতি পাহাড়ের কেন্দ্রস্থলে খনন করে পাওয়া গেছে। এই গ্রামে একটি খনিজ জলের ঝরনাও রয়েছে,যার পানি কিডনি রোগের চিকিৎসার জন্য খুবই উপযোগী।
কান্দোভান গ্রাম, পূর্ব আজারবাইজান | |