এজেন্সি
আরদেবিলের জলাভূমি

আরদেবিলের জলাভূমি

আরদেবিলের জলাভূমি

নদী ও হ্রদ ছাড়াও আরাস ও গেজেল ওজান জলবিভাজিকার মধ্যে অবস্থিত হওয়ায় আরদেবিল প্রদেশটিতে অনেক জলাভূমি, যেমন : জিরান গলি,মিল মোগান,ইয়ামচি,গিলারলো,পেটেখোর,সোহা,গাঞ্জগাহ,নওশার,শোওরগাল,মোল্লা আহমাদ,তিরাঘ কান্দি প্রভৃতি রয়েছে যেগুলো এই প্রদেশের প্রাকৃতিক পর্যটন আকর্ষণ স্থান হিসেবে পরিগণিত।

জিরান গলি জলাভূমি
 

জিরান গলি জলাভূমি আরদেবিল প্রদেশের শিরভান দারাসিতে অবস্থিত, মেশগিনশাহর থেকে ২০ কি.মি. দক্ষিণ-পূর্বে এবং লাহরৌদের কাছে। এই জলাভূমির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ মিটার। শীতকালে মধ্য এশিয়া, ককেশাস ও সাইবেরিয়া থেকে প্রচুর পরিযায়ী ও উপকূলীয় অঞ্চলের পাখি এই জলাভূমিতে চলে আসে।

এই জলাভূমিটি কুট,গ্রেব, ধূসর সারস,গ্যাডওয়াল এবং বন্য হাঁসের মতো অসংখ্য পাখির পাশাপাশি শূকর,শেয়াল,নেকড়ে,মেষ,আর্মেনিয়ান ভেড়া, বাদামি ভালুক,তিতির ও ঘুঘুর মতো অসংখ্য প্রাণীর আবাসস্থল। এই জলাভূমিটি খাগড়া,চারণভূমির উদ্ভিদ এবং ভেষজ উদ্ভিদ দ্বারা বেষ্টিত।

আরদেবিলের জলাভূমি

:

:

:

: