তাশকুহ, খুজেস্তান
এই পাহাড়টি একটি প্রাকৃতিক আশ্চর্য যা প্রাচীন কাল থেকে দিনরাত জ্বলছে এবং এই কারণেই এলাকার আদিবাসীরা এই পাহাড়টিকে ‘তাশকুহ’ (অর্থাৎ আগুনের পাহাড়) বলে ডাকে। অগ্নিকাণ্ডের কারণ হলো পাহাড়ের পৃষ্ঠের ছিদ্রযুক্ত স্তর থেকে গন্ধকের বাষ্পগুলো মাটিতে গন্ধকের ঊর্ধ্বপাতন দ্বারা প্রভাবিত হয় এবং সেই সাথে পৃথিবীর গভীর থেকে ভূপৃষ্ঠের প্রতিটি স্তর ও ফাটল দিয়ে প্রাকৃতিক গ্যাস এমনভাবে পৃথিবীর উপরিভাগে নির্গত হয় যে রাতে এই গ্যাসের জ্বলন্ত আলো আরো বেশি স্পষ্টভাবে দেখা যায়। বাতাসে গ্যাসের উপস্থিতির কারণে তাশকুহের আশেপাশে আগুন জ্বালানো সম্ভব নয়।
তাশকুহ হলো রামহোরমোজ ও খুজেস্তান প্রদেশের অন্যতম পর্যটন আকর্ষণ স্থান এবং বিশেষ করে রাতের বেলায় পর্যটকদেরকে বেশি আকর্ষণ করে। অবশ্য দিনের বেলায়ও আগুনের শিখা দেখা যায়! এই পাহাড়,যেখানে শত শত রঙিন আগুনের শিখা রয়েছে সেগুলো প্রতিটি দর্শকের চোখ ধাঁধিয়ে দেয়। এই অঞ্চলের ভূ-পর্যটনও অনেক দেশি-বিদেশি ভূতাত্ত্বিকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
তাশকুহ এই অঞ্চলের একমাত্র পর্যটন আকর্ষণ নয়। এলাকায় অনেক ঝরনা আছে যেগুলো স্বচ্ছ পানির পরিবর্তে প্রাকৃতিক বিটুমিনে ভরা। আগাজারি অঞ্চলে কুহ-ই সুখতেহ নামে একটি পর্বতও রয়েছে,যেখানে পাথরের মধ্য দিয়ে আগুন জ্বলে এবং এর কালো ধোঁয়া আকাশকে আচ্ছাদিত করে রাখে। ধোঁয়া এতটাই কালো যে পাহাড়ের চারপাশের স্থান সম্পূর্ণরূপে আড়ালে চলে যায়।
তাশকুহ, খুজেস্তান | |