বোরুজেরদি হাউস, কাশান
এই ভবনটি সাধারণভাবে বাগান ছাড়া বাইরের ও ভিতরের দুটি অংশ নিয়ে গঠিত। প্রচলিত বিশ্বাসের বিপরীতে, এই বাড়িটি বোরুজের্দের অধিবাসীদের ছিল না কিন্তু নাতাঞ্জ বণিকরা যারা মূলত কাশানের অধিবাসী ছিল তাদের সাথে বোরুজের্দের বণিকদের ব্যবসার কারণে কাশানের লোকেরা এটিকে ‘বোরুজেরদি হাউস’ নামে অভিহিত করেছিল।
কাশানের পুরানো বাড়িগুলোর বেশিরভাগের বৈশিষ্ট্য হলো ভিতরে ও বাইরের উঠানের চারপাশে দুটি বেজমেন্ট,একটি ছাদযুক্ত স্থান,পাঁচটি দ্বার,ছোট গম্বুজ,প্রবেশ বারান্দা,একটি গ্রীষ্মকালের বারান্দা,শীতকালের বারান্দা ইত্যাদি যা এই বাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। তিন তলাবিশিষ্ট এই বাড়িটিতে মরুভূমি অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য এবং আবহাওয়ার অবস্থা বিবেচনা করে উপযুক্ত স্থাপত্য ডিজাইনের অস্তিত্ব লক্ষ্য করা যায়।
এই বাড়ির ছাদযুক্ত জায়গাটি পুরো শহরের সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্যসম্পন্ন। স্থাপত্য,চিত্রকলা এবং স্টুকো সজ্জার পাশাপাশি প্রাচীনত্বের দিক থেকে বোরুজেদি হাউস অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে ভবনের বাইরের অংশটি ১৩৫৩ হিজরি থেকে সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থার মালিকানাধীন এবং ভিতরের অংশগুলো ব্যক্তিগত মালিকানাধীন।
বোরুজেরদি হাউস, কাশান | |