সন্ত্রাস ও গণহত্যার ওপরই ইসরাইলের অস্তিত্ব নির্ভর করে: কলিবফ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা হয়েছে আগ্রাসন এবং গণহত্যার মধ্য দিয়ে এবং এর অস্তিত্বও নির্ভর করে করে সন্ত্রাস ও গণহত্যার ওপর।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা হয়েছে আগ্রাসন এবং গণহত্যার মধ্য দিয়ে এবং এর অস্তিত্বও নির্ভর করে করে সন্ত্রাস ও গণহত্যার ওপর।
আজ (বুধবার) রাজধানী তেহরানে ইসলামী সহযোগিতা সংস্থার পার্লামেন্টারি ইউনিয়নের পঞ্চম জরুরি বৈঠকে বাকের কলিবফ এসব কথা বলেন।‘ফিলিস্তিনিদের জন্য সংসদীয় সহযোগিতা’ শীর্ষক এই জরুরী বৈঠকে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর সংসদ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে যে গণহত্যা চালানো হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয়।
কলিবফ বলেন, “গাজা উপত্যকায় আজ যা ঘটছে তা মানবতার জন্য গভীর উদ্বেগ ও লজ্জার কারণ। এটি এমন একটি জাতির প্রতি দ্বিগুণ অবিচার, যে জাতি সব ধরনের অধিকার থেকে বঞ্চিত এবং সাত দশকেরও বেশি সময় ধরে আগ্রাসন ও দখলদারিত্বের মধ্যে রয়েছে।”
ইরানের স্পিকার আরো বলেন, "গাজায় দখলদার ইসরাইল যে জঘন্য ও ব্যাপক রক্তক্ষয়ী অপরাধযজ্ঞ চালাচ্ছে আঞ্চলিক এবং বিশ্ব শান্তির ওপর তার ভয়াবহ প্রভাবকে কোনো জাগ্রত বিবেক অস্বীকার করতে পারে না।"#
পার্সটুডে