• Jul 11 2023 - 14:08
  • 51
  • : 1 minute(s)

পারস্য উপসাগরে ইরানের হাতে আবার অপমানিত হয়েছে মার্কিন সেনারা

পারস্য উপসাগরে ইরানি তেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় একটি বিদেশি তেল ট্যাংকার আটকের কাজে বাধা দেয়ার ‘অপেশাদার ও ঝুঁকিপূর্ণ’ পদক্ষেপ নিয়েছে আমেরিকা।

পারস্য উপসাগরে ইরানি তেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় একটি বিদেশি তেল ট্যাংকার আটকের কাজে বাধা দেয়ার ‘অপেশাদার ও ঝুঁকিপূর্ণ’ পদক্ষেপ নিয়েছে আমেরিকা। কিন্তু মার্কিন সেনাদের বাধা অতিক্রম করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জলদস্যুদের তেল ট্যাংকারটি আটক করতে সক্ষম হয়েছে।

আইআরজিসির সেকেন্ড নেভাল জোনের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল রমাজান জির-রাহি গতকাল (সোমবার) এ খবর জানিয়ে বলেন, মার্কিন সেনাদের মদদপুষ্ট ট্যাংকারটি গত বৃহস্পতিবার আটক করে আইআরজিসি। তিনি বলেন, ইরানের ১০ লাখ লিটার তেল ও গ্যাস চুরি করে পালিয়ে যাওয়ার সময় জলদস্যুদের ট্যাংকারটি আটক করে আইআরজিসি। কিন্তু এ সময় পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন সেনারা ট্যাংকারটি আটকের কাজে বাধা দেয়ার চেষ্টা করে।

অ্যাডমিরাল জির-রাহি বলেন, আইআরজিসির নৌবাহিনী যখন নাদা-২ নামের তেল ট্যাংকারটিতে পরিদর্শন কাজ চালাচ্ছিল তখন মার্কিন সেনারা এই আইনসম্মত কাজে বাধা দেয়ার অপেশাদার ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয়।তিনি বলেন, তার বাহিনীর সৈন্যরা পরিদর্শন করতে গিয়ে বুঝতে পারেন, তেল ট্যাংকারটির ক্যাপ্টেন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতায় তেল চুরি করে পালাচ্ছিল এবং আইআরজিসির হাত থেকে রক্ষা পেতে সে মার্কিন সেনাদের সহায়তা চেয়েছে।

জির-রাহি বলেন, এ সময় মার্কিন কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টারের একজন সেনা কর্মকর্তা ওই ক্যাপ্টেনকে তেল ট্যাংকারের ইঞ্জিন বন্ধ করে মার্কিন সেনাদের ঘটনাস্থলে আসার জন্য অপেক্ষা করতে বলেন। এ সময় মার্কিন বাহিনী আইআরজিসির কাজে বাধা দেয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি যুদ্ধজাহাজ, একাধিক গোয়েন্দা বিমান, হেলিকপ্টার ও টহল জাহাজ পাঠায়। মার্কিন সেনাদের এসব সমরাস্ত্রের মধ্যে ছিল দুটি এ-১০ যুদ্ধজাহাজ, একটি পি-৮এ পাইলটসমৃদ্ধ গোয়েন্দা বিমান, একটি এমকিউ৯ পাইলটবিহীন গোয়েন্দা বিমান, দু’টি হক-সি হেলিকপ্টার এবং কয়েকটি টহল জাহাজ।

ইরানি নৌ-কমান্ডার বলেন, মার্কিনীরা শেষ মুহূর্ত পর্যন্ত জলদস্যুদের ট্যাংকারটি আটকের কাজে বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু আইআরজিসির নৌবাহিনী সতর্কতা, দৃঢ়তা, পেশাদার আচরণ ও শক্তিমত্তার সাহায্যে মার্কিনীদের অবৈধ ও অপেশাদার আচরণ প্রতিহত করে; ফলে মার্কিন সেনারা পরাজিত ও অপমানিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়।

এর আগে গত বৃহস্পতিবারই (৬ জুলাই) ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছিল, আইআরজিসির নৌবাহিনী ইরানের চুরি হয়ে যাওয়া ৯০০ টন তেলবাহী একটি ট্যাংকার ও এর ১২ ক্রুকে আটক করেছে। এ নিয়ে বিগত এক বছরে আইআরজিসির নৌবাহিনী পারস্য উপসাগর থেকে পাঁচ কোটি লিটারেরও বেশি চোরাই জ্বালানী উদ্ধার করেছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: