• Dec 1 2022 - 12:25
  • 95
  • : Less than one minute

ওয়েব অব সায়েন্স র‌্যাঙ্কিংয়ে ইরানের তেহরান ও শরিফ বিশ্ববিদ্যালয়

তেহরান ইউনিভার্সিটি ১৬৯ স্কোর এবং শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি ১৭৯ স্কোর নিয়ে ওয়েব অব সায়েন্স প্রকাশিত হার্শ সূচকে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান পেয়েছে।

তেহরান ইউনিভার্সিটি ১৬৯ স্কোর এবং শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি ১৭৯ স্কোর নিয়ে ওয়েব অব সায়েন্স প্রকাশিত হার্শ সূচকে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে স্থান পেয়েছে।এইচ-সূচকটি জে.ই হার্শ তৈরি করেন। ২০০৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস প্রসিডিংস-এ প্রথম র‌্যাঙ্কটি প্রকাশিত হয়। প্রকাশনা এবং উদ্ধৃতি রেকর্ডের উপর ভিত্তি করে লেখকদের উৎপাদনশীলতা নির্ণয় করা হয়।
 
 তালিকায় ৫৮টি ইরানি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয় এবং শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে। তারপরে রয়েছে তারবিয়াত মোদাররেস বিশ্ববিদ্যালয়। সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: