• Sep 27 2022 - 12:20
  • 87
  • : Less than one minute

ঐতিহ্যগত ওষুধের বৈজ্ঞানিক উৎপাদনে চতুর্থ ইরান

ইরান ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বৈজ্ঞানিক উৎপাদনে বিশ্বব্যাপী চতুর্থ স্থানে রয়েছে এবং সামনের বছরগুলিতে উল্লেখযোগ্য সাফল্য আসবে বলে আশা করা হচ্ছে।

ইরান ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বৈজ্ঞানিক উৎপাদনে বিশ্বব্যাপী চতুর্থ স্থানে রয়েছে এবং সামনের বছরগুলিতে উল্লেখযোগ্য সাফল্য আসবে বলে আশা করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফারসি ঐতিহ্যগত ওষুধ দপ্তরের পরিচালক নাফিসেহ হোসেইনি ইয়েকতা এই তথ্য জানান।
 
পার্সিয়ান ঐতিহ্যবাহী ওষুধ সম্পর্কে এ পর্যন্ত ১৭ হাজারের বেশি বই প্রকাশিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য এসব বইয়ের স্বীকৃতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, চিকিৎসা বিজ্ঞানের বিশ্ববিদ্যালয়গুলিতে ইরানের ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বারোটি বিভাগ এবং আটটি অনুষদ রয়েছে, যেখানে এখন পর্যন্ত ৪০০ জন স্নাতক সম্পন্ন করেছে। সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: