• Jun 9 2025 - 12:13
  • 5
  • : 1 minute(s)

ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সাফল্য নিয়ে ইসরাইলের মিডিয়া কি বলছে?

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সাফল্য প্রকাশিত হওয়ার পর এ ঘটনাকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার সাথে যুক্ত করেছে ইসরাইলি মিডিয়াগুলো।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সাফল্য প্রকাশিত হওয়ার পর এ ঘটনাকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার সাথে যুক্ত করেছে ইসরাইলি মিডিয়াগুলো।

পার্সটুডে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সাফল্যের ব্যাপারে ইসরাইলি গণমাধ্যমের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সাফল্যের প্রতিক্রিয়ায় এই মিডিয়াগুলো জানিয়েছে যে ইসরাইলি পারমাণবিক নথি অর্জনের ঘোষণার সময়টি ওয়াশিংটনের সাথে তেহরানের চলমানআলোচনার সাথে সম্পর্কিত।

ইসরাইলি মিডিয়ার প্রতিবেদনে বিষয়টি এমন সময় এসেছে যখন আরব টেলিভিশন চ্যানেল "ইরাম নিউজ" জানিয়েছে: ইরান একটি জটিল অভিযানে ইসরাইলের বিরুদ্ধে তার ইতিহাসের বৃহত্তম সফল গোয়েন্দাবৃত্তি করেছে।

টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে যে ইসরাইলি পারমাণবিক নথি অর্জনে এটি কেবল একটি গোয়েন্দা অনুপ্রবেশ নাকি একটি রাজনৈতিক ভূমিকম্প যা এই অঞ্চলের সমীকরণ পাল্টে দেবে উল্লেখ করে আরো বলেছে, চাঞ্চল্যকর এ ঘটনার ব্যাপারে ইসরাইলি কর্মকর্তারা নীরব রয়েছেন এবং হিব্রু মিডিয়াগুলো কি বলবে বুঝে উঠতে পারছে না।   

রবিবার এক সাক্ষাৎকারে, ইরানের গোয়েন্দা মন্ত্রী হোজ্জাতুল ইসলাম "সৈয়দ ইসমাইল খতিব" ইসরাইল থেকে প্রাপ্ত গোয়েন্দা নথিগুলোর বিস্তারিত ব্যাখ্যা করে বলেন: "নিরাপত্তা বাহিনী ইসরাইল থেকে অপারেশনাল এবং কৌশলগত তথ্যের ভান্ডার পেতে সফল হয়েছে এবং ইরানের গোয়েন্দা বাহিনীর প্রচেষ্টায় এই নথিগুলো দেশে স্থানান্তরিত হয়েছে।"

হোজ্জাতুল ইসলাম খতিব জোর দিয়ে বলেন: "এটি একটি খুব বড় ঘটনা এবং হাজার হাজার নথি হাতে এসেছে, বলা যায় অত্যন্ত মূল্যবান কৌশলগত, অপারেশনাল এবং বৈজ্ঞানিক তথ্যের ভান্ডার আবিষ্কৃত হয়েছে।"

প্রাপ্ত এই নথিগুলো কেবল পারমাণবিক ইস্যুর সাথে সম্পর্কিত কিনা সে সম্পর্কে, ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেন: "প্রাপ্ত সম্পূর্ণ পারমাণবিক নথিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশের সাথে সম্পর্ক সম্পর্কিত এবং ইসরাইলের আক্রমণাত্মক শক্তিকে শক্তিশালী করে এমন গোপন তথ্যগুলোও এই নথিগুলোর মধ্যে রয়েছে।"#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: