
রেজা আব্বাসি জাদুঘর
রেজা আব্বাসি জাদুঘর
রেজা আব্বাসি জাদুঘর ইরানের তেহরানে অবস্থিত একটি জাদুঘর। এটি সাইয়্যেদ খান্দানে অবস্থিত।
জাদুঘরটির নামকরণ করা হয়েছে রেজা আব্বাসির নামে,যিনি সাফাভিদের সময়ের অন্যতম শিল্পী ছিলেন।
রেজা আব্বাসি জাদুঘরটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের পারস্য শিল্পকলার একটি অনন্য সংগ্রহশালা। প্রাক-ইসলামি এবং ইসলামি উভয় যুগের শিল্পকলার সংগ্রহ এখানে রয়েছে।
ইতিহাস
রেজা আব্বাসি জাদুঘর আনুষ্ঠানিকভাবে ১৯৭৭ সালের সেপ্টেম্বরে রাণী ফারাহ পাহলভির নির্দেশনায় উন্মুক্ত করা হয়েছিল,কিন্তু এটি ১৯৭৮ সালের নভেম্বরে বন্ধ হয়ে যায়।
এটির অভ্যন্তরীণ সাজসজ্জায় কিছু পরিবর্তন এবং প্রদর্শনীস্থল আরও সম্প্রসারণের পরে ১৯৭৯ সালে এটি পুনরায় চালু করা হয়।
কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে এটি ১৯৮৪ সালে আবার বন্ধ হয়ে যায় এবং এক বছর পরে আবার চালু হয়।
অবশেষে সংস্কারের পর ২০০০ সালের ৪ ফেব্রুয়ারি এটি পঞ্চমবারের মতো খোলা হয়।
বর্তমানে রেজা আব্বাসি মিউজিয়াম ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থা দ্বারা পরিচালিত হচ্ছে।
সংগ্রহ
এই জাদুঘরের সংগ্রহগুলো খ্রিস্টপূর্ব ৭ম সহস্রাব্দ থেকে ২০ শতকের প্রথম দিকের সময়ের অন্তর্গত।
সময়ের ব্যবধান অনুযায়ী প্রদর্শনীগুলো সাজানো হয়েছে। এই জাদুঘরে অনেক বস্তু প্রদর্শন করা হয়েছে,
যেমন : প্রাক ঐতিহাসিক সময়কালের পোড়া মাটি,ধাতু ও পাথরের তৈরি শিল্পকর্ম থেকে শুরু করে ইসলামি যুগের মৃৎশিল্প, ধাতব বস্তু,বস্ত্র ও বার্নিশ পেইন্টিং,পাণ্ডুলিপি এবং গহনা।
লাইব্রেরি
এই জাদুঘরে পারস্যের শিল্প,ইতিহাস,প্রত্নতত্ত্ব এবং ধ্রুপদী চিত্রকর্ম সম্পর্কে ১০০০০টিরও বেশি ফারসি, ইংরেজি,ফরাসি ও জার্মান ভাষার বই রয়েছে।
প্রশিক্ষণ কোর্স
জাদুঘরে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা রয়েছে। যেমন : অঙ্কন,ক্যালিগ্রাফি,জলরং এবং তৈলচিত্র।
রেজা আব্বাসি জাদুঘর | |

