তাবরিজের কাজার জাদুঘর
তাবরিজের কাজার জাদুঘর
তাবরিজের কাজার জাদুঘরটি ২০০৬ সালে তাবরিজ শহরের শেশগেলান জেলায় অবস্থিত আমির নেজাম হাউসটিতে সংস্কারের পর প্রতিষ্ঠিত হয়। এই বাড়িটি আমির নেজাম গারোসি তৈরি করেছিলেন যখন তিনি কাজার রাজা, নাসের আল-দিন শাহের সেবায় নিয়োজিত ছিলেন।
এই প্রাসাদটি দুটি তলায় ১৫০০ বর্গমিটার পরিকাঠামো দিয়ে নির্মিত হয়েছিল এবং এতে দুটি অভ্যন্তরীণ এবং বাইরের উঠোন রয়েছে। ভবনের মূল বারান্দাটি ১৬টি কলামের উপর নির্মিত।
উপরের তলাটি রঙিন কাচ দিয়ে সজ্জিত জালিকাযুক্ত জানালা, উত্তর ও দক্ষিণের সম্মুখভাগে প্লাস্টারওয়ার্ক, আয়নাসমূহ এবং ভিতরের হলগুলো প্লাস্টারওয়ার্ক দিয়ে সজ্জিত করা হয়েছে। বেসমেন্টে একটি বড় পুল রয়েছে যাতে শক্ত কলাম এবং ইট দিয়ে তৈরি একটি ছাদ রয়েছে। জাদুঘরের নিচ তলার হলগুলোর মধ্যে রয়েছে মুদ্রা,কাপড় বোনা,চীনামাটির বাসন, কাচ, ধাতু, সঙ্গীত এবং খচিত শিল্পকর্মের হল। বেসমেন্টের অন্যান্য হলের মধ্যে রয়েছে পাথরের হল, অস্ত্রাদি হল, কর্মকর্তাদের হল, স্থাপত্য ও নগর পরিকল্পনা হল,তালা হল এবং প্রদীপ হল।
তাবরিজের কাজার জাদুঘর | |