এজেন্সি
টাইম মিউজিয়াম,তেহরান

টাইম মিউজিয়াম,তেহরান

টাইম মিউজিয়াম,তেহরান
টাইম মিউজিয়াম বা হোসেন খোদাদাদ হাউস ইরানের তেহরানের একটি জাদুঘর। জাদুঘরটি ঘড়ি ও অন্যান্য সময়-পরিমাপক যন্ত্রের জন্য একটি বিশেষায়িত জাদুঘর।

ভবনটিকে ঘিরে থাকা পাঁচ হেক্টর বড় বাগানটি সম্ভবত মোহাম্মদ শাহ কাজার বা নাসের আল-দীন শাহ কাজারের শাসনামলে বিদ্যমান ছিল। এটি ১৯৬৩-৬৪ সালে একজন ইরানি শিল্পপতি হোসেন খোদাদাদ কিনেছিলেন এবং বড় ধরনের পুনর্গঠন ও সংস্কারের কাজ করেছিলেন। খোদাদাদ বাড়িতে মাত্র এক বছরের জন্য বসবাস করেছিলেন। ইরানের ইসলামি বিপ্লবের পর ভবনটি সরকার বাজেয়াপ্ত করে এবং ১৯৯৯-২০০০ সাল থেকে এটি সময় জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে,যেখানে প্রায় এক হাজার পুরনো ঘড়ি রয়েছে। এটি ২০০৪ সালের ২২ জানুয়ারি ইরানের জাতীয় ঐতিহ্যবাহী স্থানগুলোর তালিকার অন্তর্ভুক্ত হয়।

টাইম মিউজিয়ামে প্রচুর সংখ্যক দেয়াল ঘড়ি ও হাতঘড়ি রয়েছে। এর সংগ্রহে থাকা অন্যান্য ধরনের পরিমাপক যন্ত্রগুলোর মধ্যে রয়েছে জলঘড়ি,বালিঘড়ি,সূর্যঘড়ি এবং বিভিন্ন ধরনের ঘড়ি যা একটি মোমবাতি বা দড়ির মতো বস্তুর জ্বলনের দ্বারা সময় পরিমাপ করে থাকে। এছাড়াও জাদুঘরে ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ অনেক ব্যক্তিত্বের মালিকানাধীন দেওয়াল ঘড়ি ও হাতঘড়ি সংরক্ষণ করা হয়েছে।

টাইম মিউজিয়াম,তেহরান

:

:

:

: