এজেন্সি
ফেরদৌসি এবং তাঁর সুবিখ্যাত ‘শাহনামা’

ফেরদৌসি এবং তাঁর সুবিখ্যাত ‘শাহনামা’

ফেরদৌসি এবং তাঁর সুবিখ্যাত ‘শাহনামা’

৯৩৫ মতান্তরে ৯৪০ সালে খোরাসান প্রদেশের তুস শহরের পাজ নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন মহাকবি ফেরদৌসি। ফেরদৌসির আসল নাম আবুল কাশেম। তার বাবা মোহাম্মদ ইসহাক ইবনে শরফ শাহ তুস শহরের রাজার বিখ্যাত গোলাপবাগান দেখাশোনা করতেন। তখন গজনীর সুলতান ছিলেন মাহমুদ ৷ তিনি কবি ফেরদৌসিকে পারস্যের রাজা-বাদশাহদের সম্পর্কে একটি গ্রন্থ রচনার দায়িত্ব দেন। তিনি প্রতিটি শ্লোকের জন্য একটি করে স্বর্ণমুদ্রা দেয়ার অঙ্গীকার করেন। কিন্তু ‘শাহনামা’ রচনা শেষে অমাত্যবর্গের ষড়যন্ত্রে কবিকে স্বর্ণমুদ্রার পরিবর্তে রৌপ্যমুদ্রা দেয়া হয়। কবি ফেরদৌসি সেই অর্থ রাস্তায় ছিটিয়ে দিয়ে বাড়ি ফিরে যান। পরে সুলতান নিজের ভুল বুঝতে পেরে দূতের মাধ্যমে ৬০ হাজার স্বর্ণমুদ্রা পাঠান কবির গ্রামের বাড়িতে। তখন অনেক দেরি হয়ে গেছে। দূত যখন স্বর্ণমুদ্রা নিয়ে কবির বাড়িতে পৌঁছলেন তখন কবির লাশ দাফনের জন্য গোরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

মহাকাব্য ‘শাহনামা’

‘শাহনামা’ মহাকাব্য প্রাচীন ইরানীয় কিংবদন্তী এবং ইতিহাসের মৌলিক মিশ্রণ। যুগ যুগ ধরে আখ্যানগুলো মানুষের মুখে মুখে চর্চিত হয়ে এসেছে। সময়ের ব্যবধানে ধীরে ধীরে সংকলন এবং সংগ্রহের প্রচেষ্টা চলেছে। সেদিক থেকে এটি ইরানের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সমৃদ্ধির দীর্ঘ ইতিহাসের সর্বশেষ সফল ও পরিণত উদাহরণ। ৬০,০০০ শ্লোকবিশিষ্ট ‘শাহনামা’ এখন পর্যন্ত বিশ্বের দীর্ঘতম কাব্য এবং বৃহত্তর ইরানের জাতীয় মহাকাব্য হিসাবে স্বীকৃত। নয় খণ্ডে বিভক্ত এই মহাকাব্য রচনা করতে তিনি ব্যয় করেছিলেন ত্রিশ বছর! ইউরোপের শ্রেষ্ঠ দুই মহাকবি হোমার এবং ভার্জিল। কিন্তু তাদের দুজনের মহাকাব্য জোড়া দিলেও ‘শাহনামা’র অর্ধেক হবে না। কারণ, হোমারের ইলিয়াড এবং ওডিসিতে আছে ১৫ হাজার শ্লোক। ভার্জিলের ইনিদ-এ আছে ১০ হাজার৷ আকারের দিক থেকে ‘শাহনামা’ আজও বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য। নাসখ লিপিতে ফেরদৌসির নিজ হাতে লেখা ‘শাহনামা’র পাণ্ডুলিপির নিদর্শন আজও তেহরানের গুলিস্তাঁ প্রাসাদের লাইব্রেরিতে সংরক্ষিত আছে।

‘শাহনামা’ ফারসি ভাষাকে যে ভিতের উপর দাঁড় করিয়ে গেছে, এক হাজার বছর পরেও তা অপরিবর্তিত। হাজার বছর পেরিয়ে গেলেও একটুও কমেনি ‘শাহনামা’র আবেদন। বরং তা নিয়ে বেড়েছে গবেষণা, পড়াশোনা। গত এক শ বছরে বাংলা, উর্দু, হিন্দি, চীনা, জাপানি, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, ফরাসি, গ্রিক, জার্মান ও ইংরেজিসহ বিশ্বের প্রায় অর্ধশত ভাষায় ‘শাহনামা’র তরজমা হয়েছে। এখনও হচ্ছে।

ফারসি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে ফেরদৌসি সর্বসম্মতভাবে স্বীকৃত। বিশ্বসাহিত্য তাকে আসন দিয়েছে হোমার,ভার্জিল ও বাল্মিকীর পাশে।

ফেরদৌসি এবং তাঁর সুবিখ্যাত ‘শাহনামা’
শাহনামা

৯৭৭-১০১০ খ্রি.

Template

:

:

:

: