এজেন্সি

জেনারেল সোলায়মানির শাহাদত বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার

  • : Jan 3 2022
  • : Jan 3 2022
  • : ঢাকা
জেনারেল সোলায়মানির শাহাদত বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার

জেনারেল সোলায়মানির শাহাদত বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি‘র কুদস ফোর্সের সাবেক প্রধান মেজর জেনারেল কাসেম সোলায়মানির দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামী ৩ জানুয়ারি এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরান  দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার।ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ হাসান সেহাত, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম সাইফুল ইসলাম খান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক জামালউদ্দিন বারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আল কুদস কমিটি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, রাজধানীর মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউটের অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক ও  খুলনা ইসলামিক স্টাডিজ সেন্টারের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী। ওয়েবিনার সঞ্চালনায় থাকছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামালউদ্দিন।

ওয়েবিনারের সময় :  বিকাল ৩:০০ টা

ওয়েবিনারের লিঙ্ক: https://us02web.zoom.us/j/85002975823?pwd=VnU2RjAxZDg0WWcvbVA4RHdOd3ZUUT09

Meeting ID: 850 0297 5823

Passcode: 10



ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন হল ইরানি সংস্থাগুলির মধ্যে একটি যেটি সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত; এবং 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[আরও]

:

:

:

: