সিনেজানি (বুকে চাপড়িয়ে মাতম করা)
সিনেজানি (বুকে চাপড়িয়ে মাতম করা)
সিনেজানি (বুকে চাপড়িয়ে মাতম করা) : আরবি ক্যালেন্ডারের প্রথম মাস হলো মুহররম। এই মাসেরই ১০ তারিখে ইমাম হুসাইন (আ.) ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত রাখতে ৭২ জন সঙ্গী-সাথিসহ শাহাদাতবরণ করেন। এই দিনটির স্মরণে মুহররম মাসজুড়েই গোটা ইরানে শোকার্ত মানুষের দল রাস্তায় রাস্তায় মিছিল করে। তারা কারবালার মরুপ্রান্তরে ইমাম হুসাইন (আ.)-এর বিয়োগান্ত শাহাদাতের ঘটনার স্মরণে ধর্মীয় কবিতা আবৃত্তি করে, স্লোগান দেয় এবং তাদের বুক চাপড়িয়ে শোক প্রকাশ করে। এই প্রথা আরবদের মধ্যে বিদ্যমান ছিল এবং পরবর্তীকালে বর্তমান রূপ ধারণ করেছে। ইরানে একটি বিশেষ ভঙ্গিমায় মাতম করা হয়ে থাকে। তেহরানের শোকরত দলগুলো সাধারণত মোমবাতি,বিশেষ পতাকা ও মশাল নিয়ে রাস্তায় বের হয় এবং শোকের কবিতা আবৃত্তির সাথে সাথে তাদের বুক চাপড়িয়ে মাতম করে।
সিনেজানি (বুকে চাপড়িয়ে মাতম করা) | |