এজেন্সি
নূর আল-দীন আবদুর রহমান জামি

নূর আল-দীন আবদুর রহমান জামি

নূর আল-দীন আবদুর রহমান জামি

নূর আল-দীন আবদুর রহমান বা আবদার রহমান নূর আল-দীন মুহাম্মদ দাস্তি যিনি সাধারণভাবে জামি বা তুর্কি ভাষায় মোল্লা জামি নামে পরিচিত। তিনি রহস্যধর্মী সুফি সাহিত্যের পণ্ডিত ও লেখক হিসেবে অবদানের জন্য সর্বাধিক পরিচিত। তার সবচেয়ে বিখ্যাত কাব্য হলো ‘হাফ্ত আওরং’,‘তোহফা আল-আহরার’,‘লায়লি-মজনু’,‘ফাতিহা আল-শাবাব’,‘লাওয়াই’,‘আল-দুররা আল ফাকিরা’।

জামি ১৪১৪ সালের ৭ নভেম্বর খোরাসানের জাম-এ (বর্তমান ঘোর প্রদেশ,আফগানিস্তান) জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের আগে তার পিতা নিজাম আল-দীন আহমাদ বি. শামস আল-দীন মুহাম্মদ ইসফাহান জেলার দস্ত থেকে সেখানে আসেন। জামি হেরাতের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে গণিত, ফারসি সাহিত্য, প্রাকৃতিক বিজ্ঞান, আরবি ভাষা, যুক্তিবিদ্যা এবং ইসলামি দর্শন বিষয়ে অধ্যয়ন করেন। তিনি সেখানে তিমুরি রাজসভায় দোভাষী ও সংবাদদাতার দায়িত্ব পালন করতেন।

জামির কবিতায় পারস্য সংস্কৃতির প্রতিফলন ঘটেছে এবং ইসলামি প্রাচ্য, মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশে তার কাব্য জনপ্রিয় হয়ে ওঠে। তিনি শুধু কবিতার জন্যই নন, তাঁর ধর্মতাত্ত্বিক ও সাংস্কৃতিক কাজের জন্যও পরিচিত ছিলেন। তার রচনা সমরখন্দ থেকে ইস্তাম্বুল ও পারস্যের খায়রাবাদ, এমনকি মুঘল সাম্রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হতো। কয়েক শতাব্দীকাল ধরে জামি তার কবিতা ও ব্যাপক জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিলেন।

জামি ১৪৯২ সালের ৯ নভেম্বর তৎকালীন ইরানের খোরাসানে (বর্তমানে আফগানিস্তানের হেরাত) মৃত্যুবরণ করেন।

নূর আল-দীন আবদুর রহমান জামি
‘হাফ্ত আওরং’,‘তোহফা আল-আহরার’,‘লায়লি-মজনু’,‘ফাতিহা আল-শাবাব’,‘লাওয়াই’,‘আল-দুররা আল ফাকিরা’

:

:

:

: