এজেন্সি
টাওয়ার অব সাইলেন্স, ইয়ায্দ

টাওয়ার অব সাইলেন্স, ইয়ায্দ

টাওয়ার অব সাইলেন্স, ইয়ায্দ

টাওয়ার অব সাইলেন্স : টাওয়ার অব সাইলেন্স ইরানের ইয়ায্‌দ প্রদেশে অবস্থিত। জরাথ্রুস্টিয়ানরা বিশ্বাস করত যে মৃতদেহ মাটিতে পুঁতে রাখলে পৃথিবীকে দূষিত করে ফেলবে। এই সমস্যা মোকাবেলা করার জন্য তারা পাহাড়ের অনেক উঁচুতে টাওয়ার অফ সাইলেন্স তৈরি করেছিল,যেখানে বিশেষ তত্ত্বাবধায়করা মৃতদের বহন করে নিয়ে যেত। এই বৃহৎ ও উন্মুক্ত বৃত্তাকার স্থানগুলোতে সূর্যের তাপে এবং পাখিদের খাওয়ার ফলে মৃতদেহের হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকত না। হাড়গুলো পরে সংগ্রহ করে চুন-পানি দিয়ে বিলীন করা হতো। টাওয়ারগুলো ১৯৬০ এর দশক থেকে আর ব্যবহার করা হয়নি। কারণ, ইরান সরকার এই অনুশীলনকে নিষিদ্ধ  ঘোষণা করে। এই টাওয়ারের নিচে একটি ছোট গ্রামের ধ্বংসাবশেষ রয়েছে যার প্রায় পুরোটাই মরুভূমির বালি দ্বারা আবৃত হয়ে গেছে।

টাওয়ার অব সাইলেন্স, ইয়ায্দ

:

:

:

: