গোলেস্তান প্যালেস, তেহরান
ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে গোলেস্তান প্যালেসের অবস্থান। এটিও ইউনেস্কোর তালিকাভুক্ত ইরানের অন্যতম ঐতিহ্যবাহী স্থান। প্রাসাদটি ছিল প্রাচীন কাযার রাজার পারিবারিক বাসভবন। যিনি ১৭৭৯ সালে ক্ষমতা গ্রহণ করেন। ইরানি ও পশ্চিমা স্থাপত্য শৈলীর অসাধারণ সংমিশ্রণে গোলেস্তান প্যালেস নির্মাণ করা হয়। প্রাসাদটিতে ফুটিয়ে তোলা নব্যশৈলী আজ পর্যন্ত ইরানি শিল্পীদের কাছে প্রেরণা হয়ে রয়েছে।
১৭টি স্থাপনা নিয়ে এ প্রাসাদ কমপ্লেক্স গঠিত, যার মধ্যে রয়েছে প্রাসাদ, জাদুঘর ও হল। প্রায় সবগুলো কমপ্লেক্সই কাজার শাসনামলের ১৩১ বছরের মধ্যে তৈরি করা হয়। এই প্রাসাদসমূহ রাজ্যাভিষেক অনুষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনে ব্যবহৃত হতো। এতে তিনটি প্রধান আর্কাইভ রয়েছে: ফটোগ্রাফিক আর্কাইভ, পাণ্ডুলিপি আর্কাইভ এবং দলিলপত্র আর্কাইভ।
এই প্রাসাদ কমপ্লেক্সে অনেক বাগান ও রাজকীয় প্রাসাদ রয়েছে এবং এখানে ইরানি শিল্পসামগ্রী এবং ১৮ ও ১৯ শতকের ইউরোপীয়দের দেওয়া উপহারসমূহ সংরক্ষিত রয়েছে।
গোলেস্তান প্যালেস, তেহরান | |