এজেন্সি
সোলতানিয়াহ গম্বুজ, যানযান

সোলতানিয়াহ গম্বুজ, যানযান

সোলতানিয়াহ গম্বুজ, যানযান

ইরানের যানযান প্রদেশে অবস্থিত সোলতানিয়াহ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত আরেকটি স্থান। এটি তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রাচীন শহরটি নির্মাণ করা হয়েছিল ১৩০২ থেকে ১৩১২ সালের মধ্যে। এই প্রাচীন শহরের বেশ কয়েকটি স্থাপনা শহরটিতে ইলখানি শাসনের কথা স্মরণ করিয়ে দেয়। স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ওলযাইতুর সমাধিক্ষেত্র। সোলতানিয়াহ শহরে অবস্থিত ওলজায়তুর দরগা। প্রাচীন শহরটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে দরগাটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। নিদর্শনটি পারস্য স্থাপত্য বিবর্তনের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মনোমুগ্ধকর বৈশিষ্ট্যের এই গম্বুজ ইরানের ডাবল খোলসের গম্বুজের প্রথম দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

সোলতানিয়াহ গম্বুজ, যানযান
১৩০২ থেকে ১৩১২খ্রি.
ইলখানি শাসকদের দ্বারা নির্মিত

ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশন হল ইরানি সংস্থাগুলির মধ্যে একটি যেটি সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রণালয়ের সাথে অধিভুক্ত; এবং 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[আরও]

:

:

:

: