এজেন্সি
শুশতার হিস্টোরিক্যাল হাইড্রোলিক সিস্টেম, খুজেস্তান

শুশতার হিস্টোরিক্যাল হাইড্রোলিক সিস্টেম, খুজেস্তান

শুশতার হিস্টোরিক্যাল হাইড্রোলিক সিস্টেম, খুজেস্তান

শুশতার হিস্টোরিক্যাল হাইড্রোলিক সিস্টেম : খ্রিস্টপূর্ব ৫ম শতকে শাসক দারিউস দ্যা গ্রেটের সময় শুশতার হিস্টোরিক্যাল হাইড্রোলিক সিস্টেম নির্মাণ করা হয়। ধারাবাহিক কয়েকটি চ্যানেলের মাধ্যমে শুশতার শহরে পানি সরবরাহে সিস্টেমটি ব্যবহার করা হতো। তবে এই জটিল কাঠামোটি প্রধানত কৃষি এলাকায় সেচের জন্য নির্মাণ করা হয়েছিল। এই হাইড্রোলিক সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হলো ভূগর্ভস্থ খাল যা বিভিন্ন স্থানে পানি সরবরাহের কাজ করে। এটি তৎকালীন সময়ের উল্লেখযোগ্য বিস্ময়কর অর্জন। বর্তমানেও এই হাইড্রোলিক সিস্টেমটি ব্যবহৃত হচ্ছে।

ইউনেস্কো সিস্টেমটিকে ‘মাস্টারপিস অব ক্রেয়েটিভ জিনিয়াস’ হিসেবে উল্লেখ করেছে। ব্রিজ,ওয়েয়ারস,বাঁধ,কল,পানির ক্যাসকেড,খাল এবং টানেলের আন্তঃসংযুক্ত একটি সেট নিয়ে হাইড্রলিক সিস্টেম নির্মাণ করা হয়েছে। কমপ্লেক্সটিতে ব্যবহৃত মূল উপাদান হচ্ছে গ্রানাইট,চুনের প্লাস্টার ও মর্টার।

মিজান বাঁধ,কোলাহ ফারাঙ্গি টাওয়ার,মনুষ্যসৃষ্ট গড়গার নদী,গড়গার বাঁধ,জলপ্রপাত, ওয়াটার মিলস কমপ্লেক্স,আয়ার টাওয়ার, সাবেইনদের উপাসনালয়,শুশতার মৎস্যজীবী বাঁধ (খোদাফারিন বাঁধ),সালসেল উপাসনালয়,দারিউন খাল,সাদরাভান ব্রিজ,খাক ড্যাম,লস্কর ব্রিজ,শাহ আলী ব্রিজ এবং শরবদার ড্যাম সম্মিলিতভাবে ২০০৯ সালে ‘শুশতার ঐতিহাসিক হাইড্রোলিক সিস্টেম’ হিসাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

শুশতার হিস্টোরিক্যাল হাইড্রোলিক সিস্টেম, খুজেস্তান
৫ম শতক
দারিউস দ্যা গ্রেট

:

:

:

: