শেহউন লেক, খুজেস্তান
২০৩ মিটার উচ্চতার শেহউন বা দেয বাধ দেযফুল কাউন্টির উত্তরে (খুজেস্তান প্রদেশ) ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ বাঁধ এবং বিশ্বের ষষ্ঠ সর্বোচ্চ বাঁধ হিসেবে বিবেচিত হয়।
৫ কি.মি. দৈর্ঘ্য,১২ কি.মি. প্রস্থ এবং ৫০ মিটার গভীরতাসহ এই হ্রদটি প্রায় ৬,০০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং আরাক ও আলিগুডার্জের চূড়া থেকে উৎপন্ন পানি জাগ্রোস পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এ হ্রদে এসে পৌঁছে।
শেহউন হ্রদে বেশ কিছু ছোট-বড় জনবসতিহীন দ্বীপ রয়েছে যেখানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের গাছ জন্মে। হ্রদের এই দ্বীপগুলোর মধ্যে বৃহত্তমটি ৬০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দ্বীপগুলোতে শিয়াল ও খরগোশের মতো ছোট ছোট প্রাণী তিতির ও অন্যান্য সামুদ্রিক পাখির পাশাপাশি বাস করে। এসব এলাকার উচ্চভূমিতে চিতাবাঘও দেখা যায়।
এই হ্রদটি একটি সুন্দর পর্যটন আকর্ষণ স্থান এবং এর সুন্দর প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলো দারুন পর্যটন স্থান হওয়ার পাশাপাশি বোটিং,ওয়াটার স্কিইং,সাঁতার কাটা,মাছ ধরা, এমনকি লেকে পাহাড় থেকে লাফ দেওয়ার মতো জলক্রীড়ার অভিজ্ঞতা লাভের জন্যও দুর্দান্ত সুযোগ প্রদান করে।
শেহউন লেক, খুজেস্তান | |