ব্ল্যাক কাউ টুইন লেক, ইলাম
আবদানান কাউন্টির (ইলাম প্রদেশ) সারাববাগ জেলায় অবস্থিত ব্ল্যাক কাউ টুইন লেককে যমজ লেক বা হ্রদ বলা হয় এ কারণে যে, দুটি হ্রদ ৭০ মিটার দীর্ঘ একটি প্রাকৃতিক খাল দ্বারা পরস্পরের সাথে সংযুক্ত যা ৮ মিটার চওড়া এবং ৪ মিটার গভীর ( প্রথম হ্রদটি দ্বিতীয়টির চেয়ে কিছুটা উঁচুতে অবস্থিত)। এই দুটি হ্রদের পানি এতটাই স্বচ্ছ যে এটিকে মাছে ভরা অ্যাকুরিয়ামের মতো দেখায়। ১২ মিটার গভীর এই প্রাকৃতিক হ্রদগুলো ৪৫০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা সমভূমি এবং অপেক্ষাকৃত উঁচু পর্বত দ্বারা বেষ্টিত।
এই যমজ হ্রদের নাম নিয়ে অনেক গল্প রয়েছে। স্থানীয় কিছুসংখ্যক লোক মনে করে যে গরুর শিং এর সাথে এই হ্রদগুলোর সাদৃশ্য রয়েছে বলেই এর এই নামকরণ করা হয়েছে। তবে, অন্য কিছুসংখ্যক লোকের মতে এবং বিদ্যমান কিংবদন্তির উপর ভিত্তি করে বলা যেতে পারে যে, এই হ্রদে একটি জলহস্তী বাস করত এবং যেহেতু এই জলহস্তীটি কালো এবং এলাকার মানুষের কাছে অপরিচিত ছিল, তাই হ্রদগুলো ‘কালো গরু’ নামে পরিচিত হয়েছিল।
ব্ল্যাক কাউ টুইন লেক, ইলাম | |