শনিবার তেহরানের এক সম্মেলনে হলে একদল ইরানী কর্মকর্তা ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে "সৈয়দ হাসান নাসরুল্লাহ" এর শাহাদাতের ৪০তম দিবস পালনের একই সময়ে 'নাসরুল্লাহর চিন্তা-দর্শনের' উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইরানের কারিগরি-প্রকৌশল পরিষেবা রপ্তানি থেকে চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম সাত মাসে (মার্চ ২০ থেকে অক্টোবর ২১) আয় হয়েছে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার।
ইরানের জাহেদান শহরের সুন্নি মুসলমানদের জুমা নামাজের ইমাম বলেছেন, কুর্দিস্তান প্রদেশের গভর্নর হিসেবে একজন সুন্নি কুর্দিকে নিয়োগ প্রদান থেকে বোঝা যায় ইরানের ইসলামী সরকার সুন্নি মেধাবী ব্যক্তিত্বদের প্রতি আস্থাশীল