• Nov 11 2024 - 09:16
  • 1
  • : Less than one minute

ইরানের কারিগরি-প্রকৌশল পরিষেবা রপ্তানি থেকে আয় ৭০০ মিলিয়ন ডলার

ইরানের কারিগরি-প্রকৌশল পরিষেবা রপ্তানি থেকে চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম সাত মাসে (মার্চ ২০ থেকে অক্টোবর ২১) আয় হয়েছে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার।

ইরানের কারিগরি-প্রকৌশল পরিষেবা রপ্তানি থেকে চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম সাত মাসে (মার্চ ২০ থেকে অক্টোবর ২১) আয় হয়েছে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার। ইসলামি প্রজাতন্ত্র ইরান শুল্ক প্রশাসন (আইআরআই সিএ) এই তথ্য জানিয়েছে।

ইরান পাওয়ার ইন্ডাস্ট্রি সিন্ডিকেটের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেয়াম বাকেরির তথ্যমতে, বিদেশে প্রযুক্তিগত ও প্রকৌশল সেবা রপ্তানির জন্য ইরানের ভালো সক্ষমতা রয়েছে, যা ইরানের অর্থনীতির ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ।

বাকেরি মে মাসের শুরুতে বলেছিলেন, দেশের আট-শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশীয় বা বিদেশি সব সক্ষমতা সর্বোত্তমভাবে ব্যবহার করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, কারিগরি ও প্রকৌশল সেবা রপ্তানির দিকে মনোনিবেশ করা এমন একটি ক্ষেত্র যা অর্থনীতিকে অনেকাংশে চাঙ্গা করতে সাহায্য করতে পারে।

ইরান চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচার (আইসিসিআইএমএ) এর এই সদস্য আরো বলেন, প্রযুক্তিগত এবং প্রকৌশল পরিষেবা রপ্তানি করে দেশের জন্য বৈদেশিক মুদ্রাও পাওয়া যেতে পারে।

সূত্র-তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: