• Nov 10 2024 - 09:22
  • 8
  • : Less than one minute

মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলো ইরান ও পাকিস্তান

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ আতাবাক বলেছেন, পাকিস্তানের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হয়েছে।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ আতাবাক বলেছেন, পাকিস্তানের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হয়েছে। চুক্তি সাপেক্ষে পণ্যসামগ্রীর তালিকা তৈরি করা হবে এবং দুই মাসের মধ্যে তা প্রকাশ করা হবে।

জুনের শেষের দিকে ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের (আইসিসিআইএমএ) প্রধান সামাদ হাসানজাদে এবং তেহরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসসির টিপুর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কর্মকর্তারা ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য বিনিময় অনুশীলনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ১০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য লক্ষ্য বাস্তবায়নে দুদেশের মধ্যে বিনিময় বাণিজ্য এবং মুক্ত বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করেন।

অক্টোবরের মাঝামাঝি সময়ে আতাবাক এবং পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের মধ্যে এক বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই অর্থনৈতিক বিনিময়কে আরও উন্নীত করার বিষয়ে একমত হন। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: