ইরানি শিক্ষার্থীদের একটি দল ‘ওয়ান আইডিয়া ওয়ান ওয়ার্ল্ড’ আন্তর্জাতিক উদ্ভাবন, ডিজাইন এবং স্টার্টআপ প্রতিযোগিতার নবম আসরে গবেষণার বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি স্বর্ণপদক জিতেছে।
নাহিদ আজিজি সেদিঘ পরিচালিত এবং রেজা মোহাগেগ প্রযোজিত ইরানি ফিচার ফিল্ম "কোল্ড সাই" শুক্রবার ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) এর সমাপনী অনুষ্ঠানে তিনটি পুরস্কার জিতেছে।